ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জানা-অজানা

প্রকাশিত: ০৬:০৬, ৩১ আগস্ট ২০১৯

 জানা-অজানা

বর্তমানে পেঙ্গুইনরা হুমকির মধ্যে রয়েছে। মানুষের অতিরিক্ত মাছ শিকারের কারণে কমে যাচ্ছে পেঙ্গুইনের খাদ্য উৎস। মানুষের ফেলা বর্জ্যরে কারণে ধ্বংস হচ্ছে এদের বিচরণক্ষেত্র। মাত্র এক যুগের মধ্যে আফ্রিকান পেঙ্গুইনের সংখ্যা ৭০ শতাংশ কমে গেছে। চলো বন্ধুরা, পেঙ্গুইন সম্পর্কে মজার কিছু তথ্য জেনে নেয়া যাক- # পেঙ্গুইনের বাস দক্ষিণ মেরুতে # দুর্দান্ত সাঁতারু এবং তাড়া করে মাছ ধরে। # পেঙ্গুইনের পালক ওয়াটারপ্রুফ। এদের ত্বক থেকে একধরনের তৈলাক্ত পদার্থ বের হয়, যা এদের পালককে সবসময় শুকনো রাখে। তাছাড়া পেঙ্গুইনের পালকও অন্য পাখিদের তুলনায় বেশি। এদের ত্বকের প্রতি বর্গ ইঞ্চিতে ১০০টিরও বেশি পালক থাকে। # পানির নিচে পেঙ্গুইনরা নিঃশ্বাস না নিয়েও ২০ মিনিট কাটিয়ে দিতে পারে। # পেঙ্গুইনের বুক পেট ধবধবে সাদা, বাকি শরীর কালো বা নীলচে। # খালি চোখে পেঙ্গুইনকে দেখে বলা সম্ভব না যে এটা ছেলে নাকি মেয়ে। # স্থলের তুলনায় পানির নিচ দিয়ে চলাচলের সময় পেঙ্গুইনরা চোখে বেশি ভাল দেখতে পায়। # বছরের একটা নির্দিষ্ট সময়ে পেঙ্গুইনের সব পালক ঝরে যায় এবং এর বদলে নতুন পালক জন্মায়। পালক পরিবর্তন হতে ১৪ থেকে ২১ দিন সময় লাগে। এসময় পেঙ্গুইনের পাখিকে দেখায় ফাটা বালিশের মতো। আসিফ ইকবাল গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল এ্যান্ড কলেজ শ্রেণী-৯ম, ঢাকা
×