ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লেবাননে বাংলাদেশী নারী শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১২:৪৬, ৩০ আগস্ট ২০১৯

 লেবাননে বাংলাদেশী নারী শ্রমিকের  মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে ফাহিমা বেগম (৩৬) নামে এক প্রবাসী নারীকর্মীর মৃত্যু হয়েছে। দেশটির জালা এলাকায় ২৭ আগস্ট বেলা ১১টায় এ ঘটনা ঘটে। বর্তমানে তার মরদেহ লেবাননের স্থানীয় বাবদা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খবর অনলাইনের। নিহত নারীকর্মীর প্রতিবেশী জালাল উদ্দিন জানান, ফাহিমা বেগম আগে থেকেই অসুস্থ ছিল। প্রতিবেশীরা বৈরুত দূতাবাসে যোগাযোগ করলে দূতাবাস স্থানীয় পুলিশের সহযোগিতায় লাশ বাবদা হাসপাতালে নেয়। মাদারীপুর জেলার শিবচর থানার সাবের আলী মুন্সীর মেয়ে ফাহিমা বেগম ২০১২ সালে গৃহকর্মীর ভিসায় লেবানন আসে। দেশে তার একটি ছেলে সন্তান রয়েছে।
×