ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জামিন হয়নি ফারমার্স ব্যাংকের উদ্যোক্তা বাবুল চিশতীর

প্রকাশিত: ১২:৪১, ৩০ আগস্ট ২০১৯

জামিন হয়নি ফারমার্স ব্যাংকের উদ্যোক্তা বাবুল চিশতীর

স্টাফ রিপোর্টার ॥ ফারমার্স ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুবুল হক চিশতীর (বাবুল চিশতী) জামিন হয়নি। আপাতত জেলেই থাকতে হচ্ছে তাকে। অন্যদিকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানার ওসি কামরুল ইসলামের নাম আসার পরেও অভিযোগে (চার্জশীটে) তাকে অন্তর্ভুক্ত না করায় মামলাটি অতিসত্বর তদন্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে ওই তদন্ত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। ফারমার্স ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুবুল হক চিশতীর জামিন হয়নি। আপাতত জেলেই থাকতে হচ্ছে তাকে। বৃহস্পতিবার তার জামিন আবেদন শুনানি শেষে নতুন কোন গ্রাউন্ড না থাকায় হাইকোর্টের অবকাশ শেষে নতুন গ্রাউন্ড থাকলে সাপ্লিমেন্টারি পিটিশন দিয়ে জামিন শুনানি করতে বলেছে হাইকোর্ট। তার জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ কে এম আমির উদ্দিন মানিক। অপরদিকে দুদকের পক্ষে শুনানি করেন মোঃ খুরশীদ আলম খান। আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী স্বাধীন মালিক। ওসির বিষয়ে অধিক তদন্তের নির্দেশ ॥ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানার ওসি কামরুল ইসলামের নাম আসার পরও অভিয়োগে (চার্জশীটে) তাকে অন্তর্ভুক্ত না করায় মামলাটি অধিকতর তদন্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে ওই তদন্ত সম্পন্ন কারর নির্দেশ দিয়েছে আদালত। মামলার অন্যতম আসামি পুলিশের কনস্টেবল আসাদুজ্জামানের জামিন শুনানির সময় বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষ শুনানি করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোঃ সারোয়ার হোসেন বাপ্পী। আর আসাদুজ্জামানের জামিন আবেদনের পক্ষ এ্যাডভোকেট ফরহাদ আহমেদ।
×