ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাবেক দুই অর্থমন্ত্রীকে সংবর্ধনা

প্রকাশিত: ১২:৩৮, ৩০ আগস্ট ২০১৯

সাবেক দুই  অর্থমন্ত্রীকে  সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ॥ দেশের অর্থনৈতিক অগ্রগতি ও গবেষণায় অবদানের জন্য সাবেক দুই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও এম সাইদুজ্জামানকে সংবর্ধিত করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে যৌথভাবে এই সংবর্ধনা দেয় দৈনিক বণিকবার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। আওয়ামী লীগের বিগত দুই সরকারের পাশাপাশি আশির দশকের এরশাদ সরকারের অর্থমন্ত্রী ছিলেন মুহিত। মুহিতের পর এরশাদ সরকারে অর্থমন্ত্রীর দায়িত্বে এসেছিলেন সাইদুজ্জামান। সংবর্ধনা অনুষ্ঠানে দুজনকে উত্তরীয় পরিয়ে দেয়া হয়; তুলে দেয়া হয় সম্মাননা ক্রেস্ট ও পোট্রেট। শিল্পী নাসির উদ্দীনের সারগিট যন্ত্রসঙ্গীতের মাধ্যমে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের সূচনা হয়। বিআইডিএসের জ্যেষ্ঠ গবেষণা ফেলো নাজনীন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, পিকেএসএফ চেয়ারম্যান কাজী খলীকুজ্জামান আহমদ, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বিআইডিএসের মহাপরিচালক কে এ এস মুরশিদ, বণিকবার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ বক্তব্য দেন।
×