ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিরাপদ নগরীর সূচকে উন্নতি ঢাকার

প্রকাশিত: ১২:২৭, ৩০ আগস্ট ২০১৯

নিরাপদ নগরীর  সূচকে উন্নতি  ঢাকার

জনকণ্ঠ ডেস্ক ॥ নিরাপদ নগরীর সূচকে উন্নতি হয়েছে রাজধানী ঢাকার। গত বছরের তুলনায় দুই ধাপ এগিয়ে ৫৬তম অবস্থানে রয়েছে ঢাকা। মোট ৬০ নগরীর মধ্যে নিচের দিক থেকে পঞ্চম অবস্থানে আছে বাংলাদেশের রাজধানী। ডিজিটাল, স্বাস্থ্য, অবকাঠামোগত ও ব্যক্তিগত সুরক্ষা নির্দেশক যাচাই করে এ প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। গত বছর ঢাকার অবস্থান ছিল ৫৮। খবর অনলাইনের। সূচকে সবচেয়ে অনিরাপদ নগরীর তালিকায় নাইজেরিয়ার লাগোস (৬০), ভেনেজুয়েলার রাজধানী কারাকাস (৫৯), মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন (৫৮), পাকিস্তানের বাণিজ্যিক নগরী করাচি (৫৭)। সূচকে সবচেয়ে নিরাপদ নগরীর তালিকায় জাপানের রাজধানী টোকিও (প্রথম), সিঙ্গাপুর (দ্বিতীয়), জাপানের ওসাকা (তৃতীয়), নেদারল্যান্ডসের আমস্টারডাম (চতুর্থ) ও অস্ট্রেলিয়ার সিডনির অবস্থান (পঞ্চম)। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় প্রতিবছর মানুষ বাড়ছে প্রায় সাড়ে চার লাখ। সূচকে ১০০ স্কোরের মধ্যে ঢাকার সামগ্রিক স্কোর ৪৪.৬। এর মধ্যে ডিজিটাল সুরক্ষায় ৪১.৯ (৫৭তম), স্বাস্থ্য সুরক্ষায় ৪৫.১ (৫৭তম), অবকাঠামো স্কোর ৩৪.২ (৫৯তম) এবং ব্যক্তিগত সুরক্ষায় ৫৭.৪ (৫৫তম)। এনইসি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট নিরাপদ নগরীর ইনডেক্স-২০১৯ প্রতিবেদনটি তৈরি করেছে। ডিজিটাল, স্বাস্থ্য, অবকাঠামো ও ব্যক্তিগত সুরক্ষাকে অন্তর্ভুক্ত করে এমন ৫৭ নির্দেশকে ৬০ দেশের তালিকা দেয়া হয়েছে এই প্রতিবেদনে।
×