ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্কেটিং ফেডারেশনকে সালমানের প্রতিশ্রুতি

প্রকাশিত: ১২:০৩, ৩০ আগস্ট ২০১৯

স্কেটিং ফেডারেশনকে সালমানের প্রতিশ্রুতি

স্পোর্টস রিপোর্টার ॥ ‘আবাহনী লিমিটেডের মাঠে শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স তৈরি করা হবে। সেখানে ছোট আকারে স্কেটিংয়ের জন্য একটু জায়গা দেয়ার চেষ্টা করব’ ... পঞ্চম রোলবল বিশ্বকাপের আবাসিক ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি। তিনি আরও যোগ করেন, ‘তবে শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্সে সম্ভব না হলে দোহার-নবাবগঞ্জে অবশ্যই একটি জায়গা দিতে পারব।’ এ সময় রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসানসহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১২-১৭ নবেম্বর ভারতের দিল্লীতে অনুষ্ঠিত হবে রোলবল বিশ্বকাপ। ওই টুর্নামেন্টে অংশ নিতে ৮০ পুরুষ ও নারী স্কেটারদের নিয়ে এতদিন অনাবাসিক ক্যাম্প করেছে ফেডারেশন। ১ সেপ্টেম্বর থেকে ৬০ জনকে নিয়ে শুরু হবে আবাসিক ক্যাম্প। সাতদিন পর স্কেটারের সংখ্যা কমিয়ে আনা হবে ৪০ জনে। যেখান থেকে ১৫ জন করে ৩০ পুরুষ ও নারী স্কেটার বাছাই করা হবে চূড়ান্তভাবে।
×