ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তৃতীয়পর্বে জোকোভিচ-ফেদেরার

প্রকাশিত: ১২:০২, ৩০ আগস্ট ২০১৯

তৃতীয়পর্বে জোকোভিচ-ফেদেরার

স্পোর্টস রিপোর্টার ॥ ইউএস ওপেনে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার। দুর্দান্ত খেলেই দ্বিতীয়পর্বের বাধা অতিক্রম করেছেন সময়ের দুই সেরা তারকা। তৃতীয় রাউন্ডে উঠার পথে শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ সরাসরি সেটে জিতলেও চার সেট লড়াই করতে হয়েছে রজার ফেদেরারকে। দ্বিতীয়পর্বে জোকোভিচ মুখোমুখি হয়েছিলেন অবাছাই আর্জেন্টিনার হুয়ান লনডিরোর। ৬-৪ গেমে জয় দিয়ে এ ম্যাচের লড়াই শুরু করেন বর্তমান বিশ্ব টেনিসের এক নম্বর খেলোয়াড়। তবে দ্বিতীয় সেটে লড়াইয়ে ফেরার আপ্রাণ চেষ্টা করেন লনডিরো। তাই এই সেটটি টাইব্রেকারে গড়ায়। কিন্তু জোকোভিচের অভিজ্ঞতার সামনে হার মানতে হয় লনডিরোকে। ৭-৬ (৭/৩) গেমে দ্বিতীয় সেট জিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন জোকোভিচ। এরপর তৃতীয় সেটে প্রতিপক্ষকে পাত্তাই দিলেন না তিনি। দুর্দান্ত খেলে ৬-১ গেমে তৃতীয় সেট জিতে ম্যাচ জয় নিশ্চিত করেন টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। ম্যাচটি শেষ হতে সময় লাগে ২ ঘণ্টা ১৫ মিনিট। শিরোপা ধরে রাখার পথে টানা দুই ম্যাচ জিতে দারুণ খুশি সার্বিয়ান তারকা। এ প্রসঙ্গে ম্যাচ জয়ের পর জোকোভিচ বলেন, ‘নিজের পারফর্মেন্সে আমি সন্তুষ্ট। তবে দ্বিতীয় সেটে কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু আত্মবিশ্বাস হারাইনি। দারুণভাবে ওই সেটটি জিততে পারি। তাই ম্যাচও ভালভাবে জিততে পারি।’ টেনিস কোর্টে জোকোভিচের সময়টা বেশ কাটছে এখন। গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে তো এককভাবেই দাপট দেখাচ্ছেন তিনি। সর্বশেষ পাঁচ মেজর টুর্নামেন্টের চারটিতেই চ্যাম্পিয়ন জোকোভিচ। গত মাসে উইম্বলডনের শিরোপা ধরে রাখার নজির গড়েছেন তিনি। সেই কীর্তির হাতছানি এবার ইউএস ওপেনেও। জোকোভিচ কী পারবেন? টেনিসপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার। দিনের আরেক ম্যাচে ফেদেরার মুখোমুখি হয়েছিলেন অবাছাই বসনিয়া এ্যান্ড হার্জেগোভিনিয়ার দামির ডিজুমহুর। প্রথম সেটেই ফেদেরারকে হারিয়ে চমকে দেন তিনি। ৬-৩ গেমে প্রথম সেট জিতে নেন ডিজুমহুর। তবে ভড়কে যাননি ফেদেরার। দুর্দান্তভাবে নিজের সেরাটা দিয়ে পরের তিন সেট জিতে নেন সুইস কিংবদন্তি। ৬-২, ৬-৩ ও ৬-৪ গেমে শেষ তিন সেট জিতে তৃতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেন তিনি। প্রতিপক্ষকে হারাতে এদিন ফেদেরারের সময় লাগে ২ ঘণ্টা ২২ মিনিট। এই ম্যাচ জিতে খুব খুশি ফেদেরার। তিনি বলেন, ‘শেষ তিন সেটে দারুণ পারফর্ম করেছি আমি। প্রথম সেটে ভাল খেলেছে ডিজুমহুর। তবে আমি হাল ছাড়িনি। যে কারণেই শেষ তিন সেটে ঘুরে দাঁড়াতে পেরেছি এবং জয় ছিনিয়ে আনতে পেরেছি।’ চলতি মাসেই আটত্রিশে পা রেখেছেন ফেদেরার। তবে বয়সটাকে নেহায়েত সংখ্যা বানিয়ে টেনিস কোর্টে লড়াই করার মানসিকতাটা এখনও বেশ তরতাজা তার।
×