ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভবন থেকে পড়ে নববধূ ও অটোর ধাক্কায় ভ্যানচালক হত

প্রকাশিত: ১১:৩৬, ৩০ আগস্ট ২০১৯

ভবন থেকে পড়ে নববধূ ও অটোর ধাক্কায় ভ্যানচালক হত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক নববধূর মৃত্যু হয়েছে। এদিকে একই এলাকায় সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছে। এছাড়া বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক দর্জির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর যাত্রাবাড়ীতে ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে ফারহানা আক্তার (১৮) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। নিহত ফারহানা বদরুন্নেসা মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহতের বাবার নাম বকুল মিয়া। গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামে। মোঃ বকুল মিয়া জানান, কোরবানি ঈদের আগে একই গ্রামের জুয়েল নামে এক ছেলের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে দেয়া হয় মেয়ে ফারহানাকে। দু’দিন আগে রায়েরবাগ শ্বশুরবাড়ি থেকে যাত্রাবাড়ী শনিরআখড়া শেখদী এলাকায় তার বাড়িতে বেড়াতে আসে মেয়ে ফারহানা। তিনি জানান, বুধবার রাতে ছাদে যায় মেয়ে ফারহানা। এর কিছুক্ষণ পরে বিকট শব্দ শুনে সবাই। লোকজন গিয়ে দেখে ফারহানা নিচে পড়ে আছে। অটোর ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় দুলু মিয়া (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি রংপুর জেলার কোতোয়ালি থানার পাগলাপীর গ্রামে। তিনি রায়েরবাগ এলাকার একটি রিক্সা গ্যারেজে থাকতেন। নিহতের আত্মœীয় আব্দুল জলিল জানান, বৃহস্পতিবার দুপুরে রায়েরবাগ ফুটওভারব্রিজের নিচের রাস্তা পার হচ্ছিল দুলু মিয়া। এ সময় একটি সিএনজিচালিত অটোরিক্সা তাকে চাপা দিয়ে চলে যায়।
×