ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্ষমতা হারানোর ভয়ে খালেদাকে মুক্তি দিচ্ছে না সরকার ॥ রিজভী

প্রকাশিত: ১১:৩৬, ৩০ আগস্ট ২০১৯

ক্ষমতা হারানোর ভয়ে খালেদাকে মুক্তি দিচ্ছে না সরকার ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ ক্ষমতা হারানোর ভয়ে সরকার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, খালেদা জিয়া এদেশের জণগণের কাছে সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তার কারাবন্দিত্বের ৫৬৮তম দিন পার হয়ে গেছে। সরকারের প্রতিহিংসায় কারাগারে তার শারীরিক অসুস্থতার ক্রমাগত অবনতি হলেও তাকে মুক্তি দেয়া হচ্ছে না। সরকার খালেদা জিয়ার বিপজ্জনক অসুস্থতাকেও ভ্রুক্ষেপ করছে না। সরকারের অমানবিক ও নিষ্ঠুর আচরণ প্রমাণ করে, ‘খালেদা জিয়ার প্রাণনাশ করতে ষড়যন্ত্র চলছে’। ক্ষমতায় টিকে থাকার জন্য আইন-আদালতকে কব্জা করে খালেদা জিয়ার জামিনে বাধা দেয়া হচ্ছে। তার সুচিকিৎসা হচ্ছে না। এখন আবার তার অসুস্থতা নিয়ে এই সরকারের লোকজন ফেসবুকে বিভিন্ন গুজব ছড়াচ্ছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব, আপনি ১৫ আগস্ট হত্যাকা-ের বিষয়ে এইচটি ইমামকে জিজ্ঞেস করুন। তাহলেই সব উত্তর পেয়ে যাবেন।’ রিজভী বলেন, সত্যকে ঢেকে দিয়ে মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আলোচনা সভায় বলেছেন, ‘৭৫ এর ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান হত্যাকা-ের মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান।’ ওবায়দুল কাদেরের বক্তব্য যদি সত্য হয়, তাহলে ১৫ আগস্টের মর্মস্পর্শী ঘটনার পর আওয়ামী লীগেরই লোকজন সরকার গঠন করল কীভাবে? রিজভী বলেন, যারা সেদিন লাশ ডিঙ্গিয়ে মোশতাক সরকারের স্পীকার থেকে শুরু করে মন্ত্রী-এমপি ছিলেন তাদের অনেকেই বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বড় বড় পদে অধিষ্ঠিত। আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, তৎকালীন সেনাপ্রধানের কোন দায় নেই, অথচ মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম কেন টেনে নিয়ে আসেন আপনারা সেটি আমরা জানি। সেটির কারণ হলো- জিয়াউর রহমানের জনপ্রিয়তা যা নানা কুৎসা রটানোর পরও আজও বিন্দুমাত্র মলিন হয়নি। বাকশালের মৃত্যুকূপ থেকে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই জিয়াউর রহমানের বিরুদ্ধে তুষের আগুনের মতো জ্বলতে থাকে আওয়ামী নেতাদের প্রতিহিংসা। কারণ, আওয়ামী লীগের ইতিহাস রাজনৈতিক হিংসার ইতিহাস। রিজভী বলেন, ১৫ আগস্টের সময় বিএনপির জন্মও হয়নি এবং জিয়াউর রহমান তখন কোন গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন না। তাহলে তাকে অভিযুক্ত করতে আওয়ামী নেতারা এতো তৎপর কেন? আর এ হত্যাকা-ে তৎকালীন সেনাপ্রধানেরই বা কোন দায় নেই কেন?
×