ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুনাফা কমেছে ডেল্টা স্পিনার্সের

প্রকাশিত: ১১:২৫, ৩০ আগস্ট ২০১৯

মুনাফা কমেছে ডেল্টা স্পিনার্সের

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করলেও মুনাফা কমছে ডেল্টা স্পিনার্সের। কোম্পানির এমন শোচনীয় অবস্থায় উদ্যোক্তা/পরিচালকেরা তাদের শেয়ার বিক্রি করে মালিকানা অর্ধেকে নামিয়ে এনেছেন। কোম্পানিটির পক্ষে ২০১৪ সালে ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ৯১ কোটি ৭৩ লাখ টাকা সংগ্রহ করা হয়। এজন্য ওই বছরের ৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত শুধুমাত্র অভিহিত মূল্যে চাঁদা সংগ্রহ করে। ব্যবসা সম্প্রসারণে ৭২ কোটি ৭৫ লাখ টাকা ও ১৮ কোটি টাকার ঋণ পরিশোধের লক্ষ্যে এই অর্থ সংগ্রহ করা হয়। দেখা গেছে, রাইটে অর্থ সংগ্রহের ২০১৪-১৫ অর্থবছরে কোম্পানিটির মুনাফা হয়েছিল ৭ কোটি টাকা। এরপরের বছরগুলোতে রাইটের অর্থ ব্যবহারের ফলে মুনাফা ধারাবাহিক উত্থানের পরিবর্তে কমেছে।
×