ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় ঐক্যের ডাক গণফোরামের

প্রকাশিত: ১১:০০, ৩০ আগস্ট ২০১৯

জাতীয় ঐক্যের ডাক গণফোরামের

স্টাফ রিপোর্টার ॥ ড. কামাল হোসেনের দল গণফোরামের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দেশে গণতন্ত্র কায়েম করতে হবে। এজন্য দলের নেতাকর্মীসহ দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে তাদের দেয়া ভবিষ্যত রাজনৈতিক কর্মসূচীতে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। আইনের শাসন ভোটাধিকার কায়েমের জন্য বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলারও ডাক দিয়েছেন দলটির নেতারা। বৃহস্পতিবার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, মোশতাক আহমেদ, মোঃ হেলাল উদ্দিন, মোঃ আজাদ হোসেন, খান সিদ্দিকুর রহমান, মোঃ আলী লাল, এম. শফিউর রহমান খান বাচ্চু, জাহাঙ্গীর হাসান, শাহ নূরুজ্জামান প্রমুখ। বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মহসীন রশীদ। আলোচনায় অংশ নেন নির্বাহী সভাপতি ড. আবু সাইদ ও সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, জগলুল হায়দার আফ্রিক, আমসাআ আমিন, মেসবাহউদ্দীন আহমেদ ও মোঃ জানে আলম, মোশতাক আহমেদ ও আমীন আহমেদ আফসারী, নাছির হোসেন, মিজানুর রহমান প্রমুখ।
×