ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আপত্তিকর ভিডিও ভাইরাল

জামালপুর ডিসি অফিসে তদন্ত শেষে কমিটির সদস্যরা ঢাকায়

প্রকাশিত: ১০:৫৯, ৩০ আগস্ট ২০১৯

জামালপুর ডিসি অফিসে তদন্ত শেষে কমিটির সদস্যরা ঢাকায়

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৯ আগস্ট ॥ সদ্য ওএসডি হওয়া জামালপুরের সাবেক জেলা প্রশাসক আহমেদ কবীরের আপত্তিকর ভিডিওর বিষয়ে তদন্ত শেষে পাঁচ সদস্যের তদন্ত কমিটি ঢাকায় ফিরে গেছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ড. মুশফিকুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি আলোচিত সেই ঘটনার তদন্ত শেষে বিকেলে ঢাকায় ফিরে যায়। জেলা প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আহমেদ কবীরের আলোচিত সেই ভিডিও কেলেঙ্কারির ঘটনার তদন্ত কমিটির আহ্বায়ক মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ড. মুশফিকুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। তারা প্রথমেই সাবেক জেলা প্রশাসকের সেই আলোচিত খাসকামরাটি পরিদর্শন করেন। তারা ওই খাসকামরার ভেতরের খাটের বিছানাসহ অন্য আসবাবপত্রের আলামত পর্যবেক্ষণ করেন। পরে তদন্ত কমিটি জেলা প্রশাসকের কার্যালয়ের দোতলায় সভাকক্ষে দুপুর ১২টা থেকে বিকেল তিনটা পর্যন্ত বৈঠক করেন। ওই বৈঠকের শুরুতেই প্রায় দেড় ঘণ্টা সময় ধরে জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখার বহুল আলোচিত সেই অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনার জবানবন্দী গ্রহণ করেন তারা। তদন্তের বৈঠক চলাকালে বেলা পৌনে ২টার দিকে সানজিদা ইয়াসমিন সাধনা সেই সভাকক্ষ থেকে বেরিয়ে যান। সেখান থেকে বের হয়ে নিচতলায় জেলা প্রশাসনের ই-সেবা তথ্যকেন্দ্রের একজন নারী কর্মীর কাছে একজন চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ আরও পাঁচদিনের ছুটি বর্ধিত করার আবেদন জমা দেন। এরপর একজন ম্যাজিস্ট্রেট ও কয়েকজন অফিস সহায়ক সানজিদাকে রিক্সায় উঠিয়ে দিলে সানজিদা জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন। পরে বিকেল ৩টার দিকে তদন্ত কমিটির আহ্বায়ক ড. মুশফিকুর রহমানসহ কমিটির অন্য সদস্যরা সভাকক্ষ থেকে বেরিয়ে সার্কিট হাউস হয়ে সবাই ঢাকার উদ্দেশে জামালপুর ত্যাগ করেন। জেলা প্রাশসক মোহাম্মদ এনামুল হক জনকণ্ঠকে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ড. মুশফিকুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটির সবাই এসেছিলেন। তারা তাদের তদন্ত কার্যক্রম পরিচালনা করে বৃহস্পতিবার ঢাকায় ফিরে গেছেন। তবে তদন্তের স্বার্থে প্রয়োজনে তারা আবারও জামালপুরে আসতে পারেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, গত ২২ আগস্ট বৃহস্পতিবার মধ্যরাতে খন্দকার সোহেল আহমেদ নামের একটি ফেসবুক আইডি থেকে জেলা প্রশাসক আহমেদ কবীর ও তার অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনার আপত্তিকর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ২৪ আগস্ট শনিবার আরও একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে তাদের। এ ঘটনায় গত রবিবার আহমেদ কবীরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করে তাকে জামালপুর থেকে প্রত্যাহার করা হয়।
×