ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে ইমাম হত্যা ॥ আসামি ওয়াহিদুরের ১৬৪ ধারায় জবানবন্দী

প্রকাশিত: ১০:৫১, ৩০ আগস্ট ২০১৯

সোনারগাঁয়ে ইমাম হত্যা ॥ আসামি ওয়াহিদুরের ১৬৪ ধারায় জবানবন্দী

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁও উপজেলার মল্লিকপাড়া গ্রামের নারায়ণদিয়া বায়তুল জালাল জামে মসজিদের ইমাম দিদারুল ইসলামকে (২৬) গলাকেটে হত্যার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে তারই বন্ধু ও অন্য একটি মসজিদের ইমাম ওহিদুর জামান (২৮)। বৃহস্পতিবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতে আসামি ওহিদুর জামান জবানবন্দী প্রদান করেন। রাত পৌনে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই। গ্রেফতার ওহিদুর জামান খুলনার নড়াইল কালিয়া কলাবাড়ি এলাকার বাসিন্দা। বুধবার ভোরে মাদারিপুরের শিবচর এলাকা থেকে সোনারগাঁও থানার এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়। গত ২১ আগস্ট রাতে পাওনা টাকা ফেরত চাওয়ায় ইমাম দিদারুল ইসলামকে মসজিদের ভেতরে ইমামের কক্ষে তারই বন্ধু ও মাদারীপুরের শিবচর এলাকার একটি মসজিদের ইমাম ওহিদুর জামান ঘুমের ট্যাবলেট মিশিয়ে কোকাকোলা খাইয়ে অচেতন করে ফেলে। পরে দিদারুল ইসলামকে চাপাতি দিয়ে গলাকেটে হত্যা করে সে পালিয়ে যায়। ঘাতক ওহিদুর জামান উক্ত হত্যাকা-টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নিষিদ্ধ সংগঠন হিযবুত তাওহিদের নাম ব্যবহার করে চিরকুট লেখে যায়।
×