ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বর্ধমান বিস্ফোরণ মামলা

চার বাংলাদেশীসহ ১৯ আসামি দোষী সাব্যস্ত

প্রকাশিত: ১০:৫১, ৩০ আগস্ট ২০১৯

চার বাংলাদেশীসহ ১৯ আসামি দোষী সাব্যস্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ পশ্চিমবঙ্গের বর্ধমানে এক বিস্ফোরণ মামলায় চার বাংলাদেশীসহ ১৯ জনকে দোষী সাব্যস্ত করেছে দেশটির জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) একটি বিশেষ আদালত। শুক্রবার এই মামলায় সাজা ঘোষণা করা হবে। ২০১৪ সালে ভারতের বর্ধমানের খাগড়াগড় এলাকায় ওই বিস্ফোরণে দুই জন নিহত হয়। বুধবার কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। খবর পিটিআইয়ের। কর্মকর্তারা বলছেন, আদালতে অভিযুক্তদের সবাই অপরাধের দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছে। ২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমান শহরের অদূরে খাগড়াগড়ের একটি দোতলা বাড়িতে ওই বিস্ফোরণের ঘটনায় দু’জন নিহত হয়। কলকাতা পুলিশের দাবি, ওই বাড়িটি ছিল জেএমবি’র আস্তানা। বাড়িটিকে বিস্ফোরক ও বোমা তৈরির কারখানা হিসেবে ব্যবহার করতো তারা। কর্তকর্তারা বলছেন, বাড়িটি বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন জামাআ’তুল-মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ভাড়া নিয়েছিল। তখন বোরকা সেলাইয়ের কারখানার আড়ালে এই সংগঠনটি তাদের কার্যক্রম চালায়। জাতীয় তদন্ত সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভারত ও বাংলাদেশে গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত সরকারগুলোর বিরুদ্ধে যুদ্ধ ও ভারতে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার পাশাপাশি জেএমবির সদস্যদের অস্ত্র ও বিস্ফোরক প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার যড়যন্ত্রের কথা এনআইএ’র তদন্তে প্রকাশ পেয়েছে।’ এতে আরও বলা হয়েছে, তদন্তের সময় বিপুল পরিমাণ আধুনিক বিস্ফোরক তৈরির, বিস্ফোরকদ্রব্য, হাত বোমা ও প্রশিক্ষণ ভিডিও উদ্ধার করা হয়। তদন্ত সংস্থার মুখপাত্র বলেন, চার্জশীটভুক্ত গ্রেফতার হওয়া ৩০ অভিযুক্ত কলকাতায় এনআইএ’র মামলার জন্য বিশেষ আদালতের বিচারিক হেফাজতে আছে।
×