ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপি মুখ বন্ধ রাখলে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে ॥ হানিফ

প্রকাশিত: ১০:৫০, ৩০ আগস্ট ২০১৯

বিএনপি মুখ বন্ধ রাখলে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে ॥ হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, বাংলাদেশের সব কিছু সমাধানের সক্ষমতা শেখ হাসিনার সরকারের রয়েছে। তবে রোহিঙ্গা সঙ্কট ব্যবহার করে বাংলাদেশকে ব্যর্থরাষ্ট্রে পরিণত করার চেষ্টায় আছে বিএনপি। বৃহস্পতিবার শাহবাগে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনুরোধ করব, আপনাদের উস্কানিমূলক কর্মকা- এবং কথাবার্তা বন্ধ করুন। তাহলে দেখবেন রোহিঙ্গাসহ সকল সমস্যার সমাধান দ্রুত হবে। দয়া করে আপনারা উস্কানিটা বন্ধ রাখুন। বাংলাদেশকে ব্যর্থরাষ্ট্রে পরিণত করার জন্য বিএনপি-জামায়াতের একটি চক্র এখনও তৎপর। এ দেশ যখন উন্নয়নের ধারায় এগিয়ে যায় তখন পদে পদে বাধাগ্রস্ত করে তারা। এই সঙ্কট সমাধানে ‘জাতীয় ঐক্য’ গড়তে বিএনপির আহ্বানের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, রোহিঙ্গা ইস্যু জাতীয় সমস্যা, এতে কোন সন্দেহ নেই।
×