ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জিবরান হত্যার আসামি টিটুর রিভিউ শুনানি ২৪ অক্টোবর

প্রকাশিত: ১০:৪৯, ৩০ আগস্ট ২০১৯

জিবরান হত্যার আসামি টিটুর রিভিউ শুনানি ২৪ অক্টোবর

স্টাফ রিপোর্টার ॥ ভারতীয় নাগরিক জিবরান তায়েবী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আসামি শিল্পপতি খলিলুর রহমানের পুত্র ইয়াছিন রহমান টিটুর রিভিউ আবেদনের শুনানি ২৪ অক্টোবর। বাংলাদেশী ফ্রেইট ফরোয়ার্ডিং কোম্পানি জিবিএক্স লজিস্টিক লিমিটেডের আয়কর সংক্রান্ত সকল নথি তলব করেছে হাইকোর্ট। আগামী ১৪ অক্টোবরের মধ্যে এ সংক্রান্ত নথি আদালতে দাখিল করতে এনবিআরকে বলা হয়েছে। পিপলস লিজিং এ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (পিএলএফএসএল) সাবেক পরিচালকদের ব্যাংক হিসাব জব্দ রাখার হাইকোর্টের আদেশ বহাল রয়েছে আপীল বিভাগে। একই সঙ্গে সাবেক পরিচালকরা তাদের কোন ধরনের সম্পত্তি বিক্রি করতে পারবেন না। বৃহস্পতিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন। ভারতীয় নাগরিক জিবরান তায়েবী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আসামি শিল্পপতি খলিলুর রহমানের পুত্র ইয়াছিন রহমান টিটুর রিভিউ আবেদনের শুনানি ২৪ অক্টোবর। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপীল বেঞ্চ রিভিউ শুনানির জন্য এ দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিভিউ আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। আয়কর নথি হাইকোর্টে তলব ॥ বাংলাদেশী ফ্রেইট ফরোয়ার্ডিং কোম্পানি জিবিএক্স লজিস্টিক লিমিটেডের আয়কর সংক্রান্ত সকল নথি তলব করেছে হাইকোর্ট। আগামী ১৪ অক্টোবরের মধ্যে এ সংক্রান্ত নথি আদালতে দাখিল করতে এনবিআরকে বলা হয়েছে। বৃহস্পতিবার এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক। লিজিংয়ের পরিচালকদের ব্যাংক হিসাব জব্দ থাকছে ॥ পিপলস লিজিং এ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (পিএলএফএসএল) সাবেক পরিচালকদের ব্যাংক হিসাব জব্দ রাখার হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপীল বিভাগে। একই সঙ্গে সাবেক পরিচালকরা তাদের কোন ধরনের সম্পত্তি বিক্রি করতে পারবেন না। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপীল বিভাগের বেঞ্চ হাইকোর্টের আদেশ বহাল রাখেন। পিপলস লিজিংয়ের সাবেক পরিচালক ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপীল (আপীলের অনুমতির আবেদন) করলে তা খারিজ করে এ আদেশ দিয়েছে আদালত। আদালতে পিপলস লিজিংয়ের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি, কামরুল হক সিদ্দিক ও এ এম আমিন উদ্দিন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন তানজীব উল আলম।
×