ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাচার হওয়ার দেড় বছর পর পরিবার ফিরে পেল রিনা

প্রকাশিত: ১০:৪৯, ৩০ আগস্ট ২০১৯

পাচার হওয়ার দেড় বছর পর পরিবার ফিরে পেল রিনা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দালাল চক্রের খপ্পরে পড়ে বিনা পাসপোর্টে ভারতে পাচার হওয়া রিনা খাতুন (১৯) নামের এক কিশোরী এক বছর ৪ মাস পর অবশেষে তার পরিবারকে ফিরে পেয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর উন্নয়ন সংস্থা ‘এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’ রিনা খাতুনকে তার ১১ মাস বয়সী মেয়ে সন্তানসহ পরিবারের কাছে হস্তান্তর করে। রিনা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গাগর মাঝটলা গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে। এসিডি’র শেল্টার হোম সূত্রে জানা গেছে, ভাল বেতনে কাজ পাইয়ে দেয়ার প্রলোভনে পড়ে গত বছরের এপ্রিলে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে ভারতের হাওড়া স্টেশনে চলে গিয়েছিল রিনা খাতুন। সে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে চলে গেলেও শেষ পর্যন্ত তার আশ্রয় হয় হাওড়ার ‘লেলুয়া হোমে’। ভারতের মানবাধিকার সংস্থা ‘চাইল্ড লাইন’ এর মাধ্যমে সে ‘লেলুয়া হোম’ এ আশ্রয় পেয়েছিল। এক বছর ৪ মাস সেখানে থাকার পর গত ২০ আগস্ট ভারতের ‘সোশিও লিগ্যাল এইড রিসার্চ এ্যান্ড ট্রেনিট সেন্টার’ রিনাকে ‘রিপ্যাট্রিয়েশন’ এর মাধ্যমে বাংলাদেশে পাঠানো হবে বলে ‘এসিডি’-কে অবহিত করে। এই তথ্য পেয়ে রিনাকে এসিডি’র জিম্মায় নিতে ওই দিনই (২০ আগস্ট) বেনাপোল থানায় গিয়ে এসিডি’র এক প্রতিনিধি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বেনাপোল থানার মাধ্যমে তাকে রাজশাহীতে এনে এসিডির শেল্টার হোমে রাখা হয়। পরে রিনা তার বাড়ি ও পরিবারের নাম-ঠিকানা ও মোবাইল নম্বর এসিডির শেল্টার হোম কর্মকর্তাদের কাছে দিলে তারা সেখানে যোগাযোগ করে। বৃহস্পতিবার খবর পেয়ে রিনার ছোট ভাই রাজু তাকে নিতে রাজশাহীতে এসিডি’র প্রধান কার্যালয়ে আসে। পরে আইনী প্রক্রিয়া শেষে এসিডি কর্তৃপক্ষ রিনা ও তার ১১ মাস বয়সী মেয়ে সন্তান রুবিনা খাতুনকে ছোট ভাই রাজুর হাতে তুলে দেয়। এসিডি’র শেল্টার হোম ম্যানেজার পুষ্প রাণী বিশ্বাস বলেন, ‘ছোটবেলায় রিনার বাবা মারা যাওয়ায় মা সূর্য বানু তার দুই ভাই ও রিনাকে রেখে অন্যত্র বিয়ে করেন। মা অন্যত্র বিয়ে করায় ছোটবেলা থেকেই তারা তিন ভাইবোন ঢাকার মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় থেকে মানুষের বাড়িতে কাজ করত। ২০১৮ সালের শুরুর দিকে কুষ্টিয়ার দৌলতপুরের ইমাদুল শেখ নামে এক ব্যক্তির সঙ্গে রিনার বিয়ে হয়। বিয়ের ২০-২৫ দিনের মাথায় রিনাকে রেখে স্বামী ইমাদুল কৌশলে বাড়িতে চলে গিয়ে স্ত্রী রিনার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে গতবছরের এপ্রিলে গর্ভে ৪ মাসের সন্তান নিয়ে রিনা দালাল চক্রের খপ্পরে পড়ে বিনা পাসপোর্টে ভারতে পাড়ি জমায়। হাওড়ার ‘লেলুয়া হোম’ এ থাকা অবস্থায় গতবছরের ৪ অক্টোবর রিনা একটি কন্যা সন্তান জন্ম দেয়। লেলুয়া হোম কর্তৃপক্ষ মেয়ের নাম রাখেন রুবিনা খাতুন। অবশেষে গত ২০ আগস্ট ‘রিপ্যাট্রিয়েশনের’ মাধ্যমে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে মেয়েকে নিয়ে রিনা দেশে ফিরে এসে এসিডি’র শেল্টার হোমে আশ্রয় নেয়।
×