ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় ভাতিজার আঘাতে চাচার মৃত্যু

প্রকাশিত: ০৯:০২, ৩০ আগস্ট ২০১৯

নেত্রকোনায় ভাতিজার আঘাতে চাচার মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৯ আগস্ট ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে আহত হয়ে চাচা আমিনুল ইসলাম ওরফে সোনা মিয়ার (৫০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোনা মিয়ার বাড়ি কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের কাকুরিয়া-মাছিম গ্রামে। তিনি স্থানীয় একটি মক্তবের শিক্ষক। এ ঘটনায় পুলিশ তার ভাতিজা মাসুমকে (২২) আটক করেছে। জানা গেছে, কয়েকদিন আগে গরুতে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে কাকুরিয়া-মাছিম গ্রামের আমিনুল ইসলাম ওরফে সোনা মিয়ার সঙ্গে তার ভাই হাজী সিরাজুল ইসলামের ছেলে মাসুমের ঝগড়া হয়। তখন সোনা মিয়া হজ্ব থেকে ফেরার পর তার (মাসুমের) বাবার কাছে বিচার দেবেন বলে জানান। এর জের ধরে গত মঙ্গলবার বিকেলে মাসুম মক্তব থেকে ফেরার পথে তার চাচা সোনা মিয়ার ওপর হামলা চালায়। তার ছুরিকাঘাতে সোনা মিয়া গুরুতর জখমপ্রাপ্ত হন। প্রথমে তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
×