ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইনজীবীদের মানববন্ধন স্মারকলিপি

প্রকাশিত: ০৯:০২, ৩০ আগস্ট ২০১৯

আইনজীবীদের মানববন্ধন স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জেলা আইনজীবী সমিতির পুরাতন বারে রাতের আন্ধকারে লাইব্রেরি, আসবাবপত্র ভাংচুরসহ আইন ও ধর্মীয় গ্রন্থ অবমাননার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জজ কোর্ট সংলগ্ন সাতক্ষীরা-যশোর মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি এম. শাহ আলম , সাবেক সভাপতি আবুল হোসেন, যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি দেবাশীষ রায়, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন তোজাম, ওসমান গণি, ফাহিমুল কিসলু প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাদের অভিযোগ, গত ২১ আগস্ট গভীর রাতে অজ্ঞাত কয়েকজন এই বারের লাইব্রেরির তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আলমারির গ্লাস ভাংচুর করে। সাভারে বাসের ধাক্কায় নিহত দুই সংবাদদাতা, সাভার, ২৯ আগস্ট ॥ আশুলিয়ার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা দুইটি বাসকে ধাক্কা দেয়। এতে জাহাঙ্গীর আলম (৩২) ও আবদুল জলিল (৩৩) নামের দুই ব্যক্তি নিহত হয়। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে কবিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম আহাদ পরিবহনের একটি বাসের চালক এবং আবদুল জলিল ওই পরিবহনের মালিক বলে জানা যায়। জানা যায়, বুধবার রাতে আহাদ পরিবহনের একটি বাস টাঙ্গাইল থেকে ঢাকা যাওয়ার পথে কবিরপুর এলাকায় বেতার কেন্দ্রের সামনে বিকল হয়ে পড়ে।
×