ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেঘনায় জাহাজ ডুবির ৩ দিন পরও উদ্ধার শুরু হয়নি

প্রকাশিত: ০৯:০১, ৩০ আগস্ট ২০১৯

মেঘনায় জাহাজ ডুবির ৩ দিন পরও উদ্ধার শুরু হয়নি

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৯ আগস্ট ॥ ভোলার মেঘনায় একটি জাহাজের ধাক্কায় সিমেন্টের কাঁচা মালবাহী এমভি তানভির তাওসিব-২ নামক কোস্টার জাহাজডুবির তিনদিন পরও উদ্ধার কাজ শুরু হয়নি। গত মঙ্গলবার রাত ১১টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা এলাকার বিরবির বয়া নামক মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। এতে করে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে ভোলা থানায় জিডি করা হলে বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঢাকার পপুলার এন্টারপ্রাইজের মোঃ তোফাজ্জলের মালিকানাধীন এমভি তানভির তাওসিব-২ জাহাজের মাস্টার খায়রুল আলম জানান, গত ২৭ আগস্ট চট্টগ্রাম থেকে সিমেন্ট তৈরির প্রায় ২২ শ’ টন কাঁচামাল নিয়ে ঢাকায় যাচ্ছিল। রাত সাড়ে ১০টার দিকে নদীতে ভাটা চলে আসায় মেঘনা নদীর বিরবির নামক স্থানে নোঙ্গর করে রাখে। এ সময় সামনের দিক থেকে বসুন্ধরা ফুড-১ নামক খালি জাহাজ ধাক্কা দেয়। এতে করে এমভি তানভির তাওসিব জাহাজের সামনের অংশ ফেটে পানি উঠে ডুবে যায়। এই সময় জাহাজের স্টাফরা বাঁচার জন্য ডাক চিৎকার করলে বসুন্ধরা ফুড-১ জাহাজটি উদ্ধার কাজে এগিয়ে আসেনি। পরে অপর একটি এমভি সানিলা তাদের উদ্ধার করে। এছাড়া ডুবে যাওয়া জাহাজের মালিক পক্ষ উদ্ধার কাজ দ্রুত শুরু করবে বলেও জানান মাস্টার খায়রুল আলম।
×