ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় নদীতে ডুবে বাবা ও শিশু কন্যাসহ তিন জনের মৃত্যু

প্রকাশিত: ০৯:০০, ৩০ আগস্ট ২০১৯

বগুড়ায় নদীতে ডুবে বাবা ও শিশু কন্যাসহ তিন জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বৃহস্পতিবার দুপুরে শেরপুর উপজেলায় করতোয়া নদীতে ডুবে দুই শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এরা হলো- চন্দন কুমার(৩৫) ও তার শিশুকন্যা কিরণ মালা(৫) এবং অরুপ কুমার(৬)। এদের মধ্যে পিতা ও তার শিশুকন্যার মৃতদেহ পুলিশসহ উদ্ধার কর্মীরা উদ্ধার করেছে। তবে বিকেল পর্যন্ত ডুবে যাওয়া অপর শিশু অরুপের সন্ধান পাওয়া যায়নি। শেরপুর থানা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ৩ জনেরই মৃত্যু হয়েছে। ডুবে যাওয়া অপর শিশুর সন্ধানে উদ্ধার তল্লাশি রয়েছে। স্থানীয়রা জানায়, উপজেলার চ-িজান পালপাড়ার চন্দন কুমার দুপুরে তার শিশুকন্যা ও ভাতিজাকে নিয়ে বাড়ির পাশে করতোয়া নদীতে মাছ মারতে যান। কাঁধে জাল নিয়ে কোলে দুই শিশুকে দু’পাশে নিয়ে নদীর অপরপাড়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ এক শিশু পানিতে পড়ে গেলে চন্দন তাকে তুলতে গেলে অপর শিশুটিও পরে যায়। দুই শিশু এ সময় চন্দনের গলা জড়িয়ে ধরে। এতে ৩ জনই পানিতে ডুবে যায়। আশপাশের লোকজন ঘটনা দেখে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা স্থানীয়দের সহায়তায় বাবা ও তার শিশুকন্যার মরদেহ উদ্ধার করেন। শেরপুর থানার ওসি হুমায়ুন কবির জানিয়েছেন, তারা দুটি লাশ উদ্ধার করলেও অপর শিশুর সন্ধান পাননি। পানিতে ডুবে ৩ জনেরই মৃত্যু হয়েছে বলে তিনি জানান। সিলেটে স্কুলছাত্র স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, ওসমানীনগরে বিদ্যালয়ের পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম ফারহান আহমদ (১৩)। সে উপজেলার দয়ামীরস্থ ‘এসএস শিশু পল্লীর’ বাসিন্দা ও মঙ্গলচ-ি নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী । নিহত ফারহান প্রায় ৯ বছর ধরে ‘এসএস শিশুপল্লীর’ তত্ত্বাবধানে থেকে পঞ্চম শ্রেণী পাস করার পর চলতি বছর ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিল। নাটোরে দুই সন্তানের জননী নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, নলডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে সাহিদা খাতুন(২৮) নামে দুই সন্তানের এক জননীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আঁচড়াখালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহিদা খাতুন একই গ্রামের মুক্তার হোসেনের স্ত্রী। ভালুকায় কাজের মেয়ে নিজস্ব সংবাদদাতা ভালুকা, ময়মনসিংহ থেকে জানান, ভালুকা উপজেলার মাহমুদপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে আতিকুল ইসলামের কাজের মেয়ে মীম(১০) সুতিয়া নদীর পানিতে ডুবে মারা গেছে। জানা যায়, ঘটনার সময় আতিক সস্ত্রীক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার অসুস্থ শ্বশুরকে দেখতে যান। দুপুরবেলা মীম বাড়ির পাশে সুতিয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন ঘটনাটি দেখতে পেয়ে মীমকে পানি থেকে উদ্ধারের চেষ্টা করে। শেষ পর্যন্ত জাল ফেলে নদী থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
×