ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে সড়ক বন্ধ করে প্রাচীর নির্মাণের প্রতিবাদ

প্রকাশিত: ০৮:৫৮, ৩০ আগস্ট ২০১৯

গফরগাঁওয়ে সড়ক বন্ধ করে প্রাচীর নির্মাণের প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ২৯ আগস্ট ॥ গফরগাঁওয়ে সড়ক বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে পৌর শহরের ৮নং ওয়ার্ড ও মাজার রোড ১নং গলির বাসিন্দারা গফরগাঁও প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল হাছান, শাহাজাহান ঢালী, আব্দুস সাত্তার, মরিয়ম সুলতানা ডেইজি, রেখা আক্তার, জোসনা আক্তার, মর্জিনা বেগম, মোছাঃ সুইটি আক্তার প্রমুখ। মানববন্ধন থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এলাকায় রাস্তা বন্ধ করে পৌরসভার অনুমোদনহীন ও নিয়ম লঙ্ঘন করে নির্মাণ করা সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলার দাবি জানানো হয়। এলাকাবাসী অভিযোগ করে বলেন, পৌর শহরের ৮নং ওয়ার্ডের নিশাই সরকার মাদ্রাসা এলাকায় মাজার রোড ১নং গলির মাঝামাঝি স্থানে পৌরসভার নির্দেশ ও আইন অমান্য করে তিনদিন ধরে ডাঃ খন্দকার মোহাম্মদ সামসুজ্জোহা নামে এক ব্যক্তি সীমানা প্রাচীর নির্মাণ করছে। কলাপাড়ায় আগুনে দোকান পুড়ে ছাই নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী, ২৯ আগস্ট ॥ কলাপাড়ায় চাকামইয়া ইউনিয়নের বেতমোড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বুধবার রাত একটার দিকে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে হাবিবুর রহমানের একটি মুদিমনোহরি দোকান। ওই ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, সারা জীবনের সঞ্চয় দিয়ে একটু একটু করে দোকানটি এ পর্যায় নিয়ে এসেছিলেন। পীরগঞ্জে বিদ্যুতস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ২৯ আগস্ট ॥ বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ জগথা হঠাৎপাড়া এলাকায় নিজ বাড়িতে বিদ্যুতস্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত ফরিদা বেগম (৩০) মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ভুইয়ার কন্যা বলে জানা গেছে। ওই দিন ফরিদা বেগম নিজ বাড়িতে বৈদ্যুতিক বাতি খুলতে গিয়ে বিদ্যুতের তারে জরিয়ে গুরুতর আহত হয়।
×