ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজার বেতারের আরডির বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: ০৮:৫৮, ৩০ আগস্ট ২০১৯

কক্সবাজার বেতারের আরডির বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ কক্সবাজার বেতারের আঞ্চলিক পরিচালক (আরডি) মোঃ মাহফুজুল হকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এবং প্রতিষ্ঠানের কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে। গত দুই বছরে ভুয়া বিল-ভাউচারসহ একাধিক খাতে আরডি নিজে এসব দুর্নীতি করেন বলে অভিযোগ শিল্পী গোষ্ঠীর। এসব কাজে পরিচালককে সহায়তার জন্য অনুষ্ঠান বিভাগের ক্যাজুয়াল স্টাফ নিরুপা পাল এবং নিজস্ব শিল্পী-উপস্থাপক সানুচিং মার্মাকেও অভিযুক্ত করা হয়েছে। এদিকে মাহফুজুলের এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে খুব শীঘ্রই আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন শিল্পীরা। এ বিষয়ে কক্সবাজার বেতার শিল্পী সমন্বয় পরিষদের নির্বাহী সভাপতি ও বেতারের নাট্য প্রযোজক জসীম উদ্দিন বকুল বলেন, আরডি মাহফুজুলের আর্থিক অনিয়ম অতীতে বেতারের সব ধরনের অনিয়মকে ছাড়িয়ে গেছে। তিনি যোগদানের পর থেকে এখন পর্যন্ত কোটি টাকা লোপাট করেছেন। এর সিংহভাগই শিল্পীদের টাকা। এসব অনিয়মের প্রতিকার এবং অনিয়মে জড়িত আরডিসহ সংশ্লিষ্টদের শাস্তির দাবিতে খুব শীঘ্রই তথ্যমন্ত্রী, বেতারের মহাপরিচালক, দুদকসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দেয়া হবে বলে জানা গেছে। জানা যায়, সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে চলতি বছরের ৩০ এপ্রিল কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত উন্নয়নের অগ্রযাত্রা শীর্ষক ‘বহিরাঙ্গন’ অনুষ্ঠান ঘিরেও শিল্পী সম্মানীর টাকা নিয়ে অনিয়ম করেন তিনি। বেতার থেকে জেলা হিসাবরক্ষণ অফিসে পাঠানো শিল্পী সম্মানীর তালিকায় এক থেকে ছয় নম্বরে দেখা যায় ইস্কান্দার মীর্জা, ফারিহা জাহান টুইংকেল, জিন্নুরাইন মোস্তারী হীরা, দেলোয়ার হোসেন, নাজনীন সুলতানা ও মরিয়ম বেগম মারিয়ার নাম। সেখানে প্রত্যেক শিল্পীর নামে ২০ হাজার টাকা করে সম্মানী দেখানো হলেও বাস্তবে প্রত্যেকে পেয়েছেন তিন থেকে চার হাজার টাকা করে। সংশ্লিষ্ট শিল্পীরা জনকণ্ঠকে এ ব্যাপারে নিশ্চিত করেন। ইস্কান্দার মীর্জা জানান, অতীতেও এ ধরনের নানা অনিয়মের বিরুদ্ধে শিল্পীরা আন্দোলন-সংগ্রাম করেছেন। কিন্তু এখন মনে হচ্ছে অনিয়ম আরও বেড়ে গেছে। জানা যায়, অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম ও মনিটর কটলেস ভাড়া বাবদও অনিয়ম করা হয়। এসব বাবদ দুটি পৃথক ভাউচারে ২৫ ও ২৩ হাজার করে মোট ৪৮ হাজার টাকা খরচ দেখানো হলে বাস্তবে বিল দেয়া হয়েছে ১০ হাজার টাকা। সাউন্ড সিস্টেমের মালিক ফরমান রেজা বিষয়টি নিশ্চিত করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ঘোষক নীলোৎপল বড়ুয়া ও শরমিন সিদ্দিকা লিমা।
×