ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাশ্মীর সীমান্তে গোলাগুলি, ১০ পাকসেনা নিহত

প্রকাশিত: ০৮:৫১, ৩০ আগস্ট ২০১৯

কাশ্মীর সীমান্তে গোলাগুলি, ১০ পাকসেনা নিহত

অধিকৃত কাশ্মীর ইস্যুতে পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে ভারত ও পাকিস্তান। বিগত কয়েকদিনে ভারতীয় বাহিনীর গুলিতে কমপক্ষে ১০ পাকিস্তানী কমান্ডো নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম। ৫ আগস্ট কাশ্মীরের স্বায়ত্তশাসন ও বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে নিয়ন্ত্রণরেখায় মাঝেমধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়ছে দুই দেশের সেনারা। ইন্ডিয়া টুডে। ভারতীয় বাহিনীর দাবি, গত তিন সপ্তাহে সীমান্তে পাক সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপের (এসএসজি) ১০ কমান্ডো নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় ভূখ-ে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে। এছাড়াও যুদ্ধবিরতি লঙ্ঘন করে সন্ত্রাসীরা ভারতে পুশ ইন করতে চেয়েছে। ভারতীয় বাহিনী এর কড়া জবাব দিয়ে গুলি চালালে পাক কমান্ডোরা নিহত হয়। ভারতের দাবি, সীমান্তে উত্তেজনা সৃষ্টির মাধ্যমে পাকিস্তান কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। কাশ্মীরী যুবকদের ৫০ হাজার চাকরির প্রতিশ্রুতি দিল্লীর ভারত শাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর ক্রমেই অশান্ত হয়ে উঠছে পুরো এলাকা। উত্তেজিত জনগণকে শান্ত করতে কাশ্মীরী তরুণদের জন্য ৫০ হাজার চাকরির টোপ দিতে যাচ্ছে মোদি সরকার। বুধবার সন্ধ্যায় দেশটির অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভার কমিটি এ বিষয়ে আলোচনার জন্য বৈঠকে করেছে। এনডিটিভি। রাজ্য গবর্নর সত্য পাল মালিক বলেছেন, আগামী ২/৩ মাসের মধ্যেই এ চাকরি দেয়া হবে। ৫০ হাজার কর্মসংস্থানের পাশাপাশি বাণিজ্যিক বিনিয়োগ বাড়ানোর দিকেও নজর দেয়া হবে। দেশটির সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীতেও যোগ দিতে বলা হয়েছে তরুণদের। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে সভাপতি করে জম্মু ও কাশ্মীর সম্পর্কিত কমিটি গঠন করেছে সরকার। কমিটির অন্য সদস্যরা হলেন, থাওয়ার চন্দ্র গেহলট, জিতেন্দ্র সিং, ধর্মেন্দ্র প্রধান এবং নরেন্দ্র তোমার।
×