ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আফ্রিকায় নিম্নমানের পরমাণু প্রযুক্তি বিক্রি রাশিয়ার

প্রকাশিত: ০৮:৫০, ৩০ আগস্ট ২০১৯

আফ্রিকায় নিম্নমানের পরমাণু প্রযুক্তি বিক্রি রাশিয়ার

আফ্রিকার উন্নয়নশীল দেশের কাছে পারমাণবিক প্রযুক্তি বিক্রি করে শত শত কোটি পাউন্ড আয় এবং সেখানে প্রভাব বিস্তারের চেষ্টা করছে রাশিয়া। সমালোচকরা বলছেন, মহাদেশটির দরিদ্র লোকজনের জন্য এটা অনুপযুক্ত এবং এটা থেকে খুব বেশি সুবিধা পাবেন না তারা। রাশিয়ার পরমাণু শক্তি সামরিক ও বেসামরিকভাবে ব্যবহারের দায়িত্বশীল কোম্পানি রোসাটমের প্রতিনিধিরা গত দুই বছরে আফ্রিকার বেশ কয়েকজন নেতার সঙ্গে পরমাণু প্রযুক্তি নিয়ে কথা বলেছেন। কোম্পানিটি মিসরের জন্য ২৯ বিলিয়ন (দুই হাজার নয় শ’ কোটি) ডলারের পরমাণু চুল্লী নির্মাণ করছে। এছাড়া উগান্ডা, রুয়ান্ডা, ঘানা, দক্ষিণ আফ্রিকা ও আরও কয়েকটি দেশের সঙ্গে এ বিষয়ে চুক্তি করেছে। পরমাণু চুল্লী নির্মাণের জন্য রোসাটমের সঙ্গে একটি চুক্তি করেছে নাইজিরিয়া। এছাড়া সুদান, ইথিওপিয়া ও কঙ্গোর সঙ্গে সহযোগিতামূলক চুক্তি হয়েছে রোসাটমের। আর পরমাণু বিদ্যুতে উৎসাহিত করতে জাম্বিয়ায় একটি কার্যালয় স্থাপন করেছে রাশিয়া। -গার্ডিয়ান
×