ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডাইনোসরের মতো একদিন মানুষও হারিয়ে যাবে

প্রকাশিত: ০৮:৪৮, ৩০ আগস্ট ২০১৯

ডাইনোসরের মতো একদিন মানুষও হারিয়ে যাবে

আমাজনে আগুন লাগা অব্যাহত থাকলে এই বন বিপদাপন্ন হতে পারে। তাদের দাবি, মানুষ এই বনে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। অপরদিকে এই বনই পৃথিবীতে মানুষের বসবাসের জন্য ভূমিকা রাখছে। চিরহরিৎ আমাজনে বসবাসরত উপজাতি ইয়াওয়ানাওয়া সম্প্রদায়ের প্রধান নেতা তাসকা ইয়াওয়ানাওয়া এক সাক্ষাতকারে বলেন, শুকনো মৌসুমে চিরহরিৎ বনাঞ্চলের অবস্থা এমনিতেই নাজুক থাকে। কিন্তু এ মৌসুমে যাচ্ছেতাইভাবে বন উজার করে মানুষ। তাই বন নিয়ে মানব সমাজকে আরও দায়িত্ববান হওয়ার পরামর্শ দেন তাসকা ইয়াওয়ানাওয়া। তিনি বলেন, বনাঞ্চল নিয়ে আমাদের প্রত্যকের অর্থনৈতিক, পরিবেশগত ও সাংস্কৃতিক দিকটাও ভাবতে হবে। এভাবে চিন্তা না করলে এই মানব সমাজ একদিন ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যাবে। ইয়াওয়ানাওয়া সম্প্রদায়ের মানুষ শত শত বছর ধরে আমাজনে বাস করছে। কিন্তু বনে ঘন ঘন আগুন লাগার ঘটনায় এই সম্প্রদায়ের লোকজন হারিয়ে যেতে বসেছে। -সিবিএস অনলাইন
×