ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৮ সেপ্টেম্বর

প্রকাশিত: ২৩:৩৪, ২৯ আগস্ট ২০১৯

চবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৮ সেপ্টেম্বর

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদনপ্রক্রিয়া ৮ সেপ্টেম্বর শুরু হবে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য আগামী ৮ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে ৩০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি ১ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জমা দেওয়া যাবে। প্রতি ইউনিট/উপ-ইউনিটে আবেদন ফি ৪৭৫ টাকা এবং আবেদন প্রসেসিং ফি ৭৫ টাকাসহ সর্বমোট ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। এদিকে ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে ২৭ অক্টোবর বি ইউনিট, ২৮ অক্টোবর ডি ইউনিট, ২৯ অক্টোবর এ ইউনিট, ৩০ অক্টোবর সি ইউনিট, ৩১ অক্টোবর বি১ উপ-ইউনিট ও ডি১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
×