ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাসব্যাপী নজরুল মেলা করেছি -সোমঋতা মল্লিক

প্রকাশিত: ১২:৫৫, ২৯ আগস্ট ২০১৯

মাসব্যাপী নজরুল মেলা করেছি -সোমঋতা মল্লিক

আগস্ট মাস। আমাদের জাতীয় জীবনে শোকের মাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের মাস। বাঙালী জাতির এই মহাপুরুষদের স্মরণে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে নজরুলের গান করতে ভারতের নজরুলগীতি শিল্পী সোমঋতা মল্লিক ঢাকায় আসেন। সঙ্গীত পরিবেশন এবং ব্যক্তিগত ব্যস্ততায় সোমঋতের এবারের বাংলাদেশ ভ্রমণ শেষ হয়েছে। এ সবের মধ্যে তার সঙ্গে কথা হয় আনন্দকণ্ঠের। কেমন আছেন সোমঋতা? ভাল আছি, আপনি ভাল তো! এবারের অভিজ্ঞতা সম্পর্কে বলুন? অভিজ্ঞতা ভীষণ ভাল। আপনাদের জাতির পিতা, বিশ্বকবি এবং জাতীয় কবির স্মরণ অনুষ্ঠানে গান করেছি। ২৭ আগস্ট সকাল সকাল নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছি। পাশাপাশি এখানে যারা নজরুলগীতি করেন এমন গুণীজনদের সান্নিধ্য পেয়েছি, সব মিলিয়ে এবারের অভিজ্ঞতা মনে রাখার মতো। আপনাদের ওখানে মানে কলকাতায় নজরুলগীতি বা চর্চার কেমন অবস্থা? সোমঋতা; ওখানে আমাদের একটা সংগঠন আছে ‘ছায়ানট কলকাতা’ ১০ বছর ধরে এই সংগঠন শুধু নজরুলকে নিয়েই কাজ করছে। পশ্চিম বাংলায় নজরুল চর্চায় ‘ছায়ানট কলকাতা’ জোরালো ভূমিকা পালন করছে, আমাদের সংগঠন থেকে প্রতি বছর জুন মাসে নজরুল মেলার আয়োজন করি, শেষ মেলাটা ছিল এক মাসব্যাপী। এ ছাড়া নজরুলের লেখা চিঠি নিয়ে বাংলাদেশ-ভারত বাচিক শিল্পীদের দিয়ে একটা এ্যালবাম করেছি। কলকাতায় থেকে কিভাবে নজরুলের প্রেমে পড়লেন ? সোমঋতা, পরিবারের একটা প্রভাব ছিল, মা নজরুলগীতি করতেন, বাবা ভীষণ নজরুল ভক্ত! তাদের অনুপ্রেরণা ছিল। আর একটা কথা আপনাকে বলতে চাই আসছে ৩০ আগস্ট নজরুলের প্রয়াণ দিবসকে উপলক্ষ করে নজরুলের সঙ্গে যেসব বিশিষ্টিজনদের সাক্ষাত হয়েছিল সেই স্মৃতি নিয়ে ‘স্মরণে নজরুল’ নামে একটা এ্যালবাম প্রকাশ করব। বাংলাদেশ এবং পশ্চিম বাংলায় নজরুল চর্চায় কোন মিল বা অমিল খুঁজে পান? নজরুলকে ভালবেসে তার সৃষ্টির শুদ্ধচর্চার প্রতিষ্ঠান বাংলাদেশে বেশ আছে। তবে আমরা কলকাতায় যেভাবে বা যে সুরে গান করি এখানে এসে সেই সুরের মধ্যে একটু ভিন্নতা পাই। এর শুদ্ধ বিষয় জানা দরকার। ধন্যবাদ। আলাপন-সব্যসাচী দাস
×