ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জিনাত হাকিমের ‘গাঙ মেইনি’

প্রকাশিত: ১২:৫৩, ২৯ আগস্ট ২০১৯

জিনাত হাকিমের ‘গাঙ মেইনি’

নাট্যকার জিনাত হাকিমের রচনা ও পরিচালনায় শেষ হয়ে হয়েছে নাটক ‘গাঙ মেইন’ আগামীকাল ৩০ আগস্ট রাত ৯টা ৩০ মিনিটে চ্যাানেল ৯এ প্রচারিত হবে। গাঙ মেইনিতে অভিনয় করেছে আজিজুল হাকিম, গোলাম ফরিদা ছন্দা, সারিকা সাবরীন, নিরব ইমতিয়াজ শান্ত, সামি, শরমি, শিমলা ত্রিপুরা, সনচনা চাকমা, তরুণ চাকমা, আরতি খিশা, সুরুপা, ইউশা, পরিতোষ ও জোনাকি। পার্বত্য চট্টগ্রাম জেলার রাঙ্গামাটিতে শুটিং হয়েছে জুলাই প্রথম সপ্তাহে। শিল্পী জোনাকির মতে- প্রথম বারের মতো নাটকে অভিনয় করলাম, তাও আবার জিনাত হাকিমের মতো নাট্যকার ও পরিচালকের সঙ্গে। কেন্দ্রীয় চরিত্রের একটিতে। প্রথম দিকে ভয়ে ছিলাম কিন্তু পরে ইউনিটের সঙ্গে কাজ করতে এসে সাহস পাই। আমি মঞ্চে নিয়মিত গান করি। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে আমার গান শেখা। তাই জড়তা কম আমার মাঝের। আর চরিত্রটা বেশ ভাল ছিল। আমি আজিজুল হাকিম ভাইয়া, ছন্দা আপু, সারিকা আপুকে সহশিল্পী হিসেবে পেয়েছি এটা অনেক বড় ব্যাপার। ঢাকা থেকে দূরে তবুও জিনাত হাকিম এসেছেন। স্থানীয় শিল্পীদের নিয়ে কাজ করেছেন অন্য সকলেও যদি আসেন তাহলে আমাদের সুজোগ হয় কাজ করার। অনেকেই নাচ, গান, নাটক, নাচ, কবিতার সঙ্গে জড়িত কিন্তু কাজ করার সুযোগ কম। ধন্যবাদ জিনাত হাকিম আপু সহ সবাইকে। আনন্দকণ্ঠ ডেস্ক
×