ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নজরুল সব মানুষের কবি -সম্পা দাস

প্রকাশিত: ১২:৫৩, ২৯ আগস্ট ২০১৯

নজরুল সব মানুষের কবি -সম্পা দাস

কেমন আছেন সম্পা দাস? ভাল আছি। গত ২৭ আগস্ট ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম প্রয়াণ দিন। ২৭ আগস্টকে ঘিরে একজন শিল্পী এবং গবেষক হিসেবে আপনার অভিমত? সম্পা; প্রথমে বলব নজরুল ইসলামকে নিয়ে যে বিশ্লেষণ রয়েছে, যেমন- জাতীয় কবি, বিদ্রোহী কবি ছাড়াও আরও যা আছে আসলে এসবের উর্ধে তিনি। নজরুল মানুষের কবি। জাতি-ধর্ম-বর্ণ এবং দেশ-কাল সীমানা ছাড়িয়ে তার যে চিন্তা আমরা দেখতে পাই তাতে তাকে নির্দিষ্ট সীমানায় চিন্তা করা যায় না। নজরুল প্রেমের সঙ্গে আপনার যাত্রার কথা শুনতে চাই? আমি ছোটবেলায় নাচ করতাম। শামীমআরা নিপা ছিলেন আমার নৃত্যগুরু পরে যখন ক্লাস এইটে পড়ালেখা করি তখন বাবা বলেন, তুমি গান কর। যদিও আগে থেকেই নজরুলের গান আমার ভীষণ ভাললাগত। আমাকে তাড়িত করত। ভাললাগার সেই অমিয় সুধা পান করে আজও তার সৃষ্ট অমৃত মন্থন করছি। নজরুলগীতি ছাড়া অন্য গান করেন? সম্পা দাস; করি, তবে খুব কম। আমি মূলত নজরুলগীতির শিল্পী। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সত্যই মানুষের কবি। জন্ম থেকে মৃত্যু অবধি সাম্যের গান গেয়েছেন। সমাজের ভেতর থেকে অন্ধকার দূর করতে আলোর দ্যুতি নিয়ে ছুটে বেরিয়েছেন। বিশেষ করে তার অসাম্প্রদায়িক চেতনা, সত্য প্রতিষ্ঠায় বিপ্লবী চেতনা বর্তমান সময়ের প্রজন্ম কতটা ধারণ করে? এই প্রশ্নের ইতিবাচক উত্তর দেন সম্পা, বর্তমান সময়ের তরুণ প্রজন্ম নিয়ে আমি আশবাদী। এই যে আপনি আমার সঙ্গে যোগাযোগ করলেন নজরুলের প্রয়াণ দিনকে স্মরণ করে তাও কি তাঁর চেতনার অংশ নয়? সময় যে ধারায়-ই প্রবাহিত হোক না কেন নজরুলের চেতনা সব সময় প্রবাহমান। বাংলাদেশে বা বাঙালী সমাজে সঙ্গীতচর্চা বা শোনার ক্ষেত্রে রবীন্দ্রনাথের গান যেভাবে সচরাচর লক্ষ্য করা যায় ততটা নজরুলের বেলায় দেখা যায় না। এই বিষয়টা আপনি কিভাবে উপলব্ধি করেন? আপনার এই প্রশ্নের উত্তর তো অনেক লম্বা হবে। বিস্তারিত না গিয়ে এক কথায় বলব, নজরুল গীতির বেলায় এক ধরনের অসাম্য চিন্তা থেকে এই অবস্থার উদয় হয়েছে। ভবিষ্যতে যারা শিল্পী হতে চায় তাদের মধ্যে নজরুলগীতি করার আগ্রহ কেমন? সম্পা, দেখেন- আমি মনে করি গান করতে হলে নজরুলের গান গাইতে হবে। নজরুল বাংলা এবং বাঙালী সংস্কৃতির হাজার বছরের রসদ যোগ করে গান সৃষ্টি করেছেন। এই যেমন, একটা সময় গজল ছিল নির্দিষ্ট মানুষ এবং সীমার মধ্যে গ-িবদ্ধ। সেখান থেকে ইসলামী ভাবধারার এই গানকে গণমানুষের কাছে নজরুল নিয়ে আসে। কাজেই সঙ্গীত চর্চা করতে হলে তিনি অনিবার্য। নজরুল তার জীবদ্দশায় সিনেমায় গান করেছেন, অভিনয় করেছেন কিন্তু তার নিজের জীবন ছিল সিনেমার চেয়েও বড় সিনেমেটিক তাকে নিয়ে ওভাবে কোন বায়োগ্রাফিক্যাল (আত্মজীবনী ) সিনেমা তো আমরা দেখিনি। তার জীবন নিয়ে একটা বড় সিনেমা হওয়া উচিত নয় কি বা আপনার কোন ভাবনা আছে কি? আপনি তো তাকে নিয়েই-দুনিয়ায় একটি চ্যানেল খুলেছেন, ভবিষ্যতে এ ধরনের কোন পরিকল্পনা আছে কি? আসলে তাকে নিয়ে বা তার জীবন নিয়ে উল্লেখ করার মতো কোন সিনেমা আমরা দেখতে পাইনি। অবশ্যই তার সংগ্রামী জীবন নিয়ে একটা বড় সিনেমা হওয়া উচিত আমার চিন্তায় আছে বাকিটা সময় এবং সুযোগের অপেক্ষা।
×