ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গ্রন্থাগার আধুনিকীকরণের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১২:৫০, ২৯ আগস্ট ২০১৯

গ্রন্থাগার আধুনিকীকরণের দাবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের আধুনিকীকরণ ও আসন সঙ্কট নিরসনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আধুনিক ও যুগোপযোগী গ্রন্থাগার কমপ্লেক্স, অস্থায়ী ভবন বরাদ্দসহ চারটি দাবিও জানিয়েছেন তারা। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক মানববন্ধনে বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। মানববন্ধন শেষে গ্রন্থাগারের সঙ্কট সমাধানের উদ্দেশে গ্রন্থাগারিক ও ডাকসুর নেতাদের মাধ্যমে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ‘লাইব্রেরিতে সিট নাই ডাকসুর দরকার নাই, এত এত ভবন হয় লাইব্রেরি কেন নয়! ২০ তলা ভবন হয় লাইব্রেরিতে সিট নাই, বহিরাগত মুক্ত লাইব্রেরি চাই, ঢাবি তুমি ঘুমাও নাকি?, লাইব্রেরিতে সিট নাই! ডাকসু ঘুমায় কেন?, পড়তে এসে লাইন কেন?’ প্রভৃতি লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
×