ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘সুফিদের বিজ্ঞান ভাবনা’ শীর্ষক সেমিনার ও গুণীজন সংবর্ধনা

প্রকাশিত: ১২:৫০, ২৯ আগস্ট ২০১৯

‘সুফিদের বিজ্ঞান ভাবনা’ শীর্ষক সেমিনার ও গুণীজন সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয় ‘সুফিদের বিজ্ঞান ভাবনা’ শীর্ষক এক সেমিনার ও গুণীজন সম্মাননা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নেদায়ে ইসলাম রিসার্চ সেন্টার আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তারা ইলমে তাসাউফ, সুফি দর্শন ও ইমামুত্ব ত্বরীকত আল্লামা শায়খ মুহাম্মদ বোরহানুদ্দিন উয়েসী (রহ) এর আধ্যাত্মিকতা ও দর্শন সম্পর্কে জ্ঞানগর্ব আলোচনা করেন। অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনার ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেদায়ে ইসলামের চেয়ারম্যান আল্লামা শায়খ মোশতাক আহমাদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. এম শমশের আলী। অনুষ্ঠানে লতিফায়ে খ¦লা’র ওপর গবেষণার জন্য নেদায়ে ইসলাম লাইফ টাইম এচিবমেন্ট এ্যাওয়ার্ড-২০১৯ গ্রহণ করেন অধ্যাপক ড. এম শমশের আলী। এ ছাড়া ইমাম বোরহানুদ্দিন এ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেনÑ সুফি সাইফুল মালেক (আধ্যাত্মিকতা ও সমাজসেবা), ড. আ র ম আলী হায়দার মুর্শিদী (সুফি তাত্ত্বিক গবেষণা), অধ্যাপক হাসান আব্দুল কাইয়ুম (সুফি তাত্ত্বিক গবেষণা), অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশিদ (সুফি তাত্ত্বিক গবেষণা) ও আবদুল্লাহ যোবায়ের (ইউথ আইকন)। অধ্যাপক আনিসুজ্জামান বলেন, শায়খ বোরহানুদ্দিন (রহ) যেমন উচ্চস্তরের সুফি সাধক ছিলেন তেমনি ছিলেন সমাজ সংস্কারক। তার আধ্যাত্মিক ও সমাজ দর্শন নিয়ে আরও গবেষণা হওয়া প্রয়োজন।
×