ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পার্বত্য অঞ্চলে ৯ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলছে ॥ বীর বাহাদুর

প্রকাশিত: ১২:৪৯, ২৯ আগস্ট ২০১৯

পার্বত্য অঞ্চলে ৯ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলছে ॥ বীর বাহাদুর

পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পার্বত্য চট্টগ্রামবাসীর জীবনমান উন্নয়নে বর্তমান সরকার প্রতিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কর্মকা- পরিচালনা করছে। টেকসই উন্নয়ন ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে একটি উন্নত-সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম গঠনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এ অঞ্চলে ৯ হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করছে। তাছাড়া শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ২০১৮-১৯ অর্থবছরে ১ হাজার ১৮ কোটি টাকার ২২১৯ প্রকল্প/স্কিম বাস্তবায়ন করেছে। বুধবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের আগস্ট ২০১৯ এর মাসিক উন্নয়ন সমন্বয় সভায় মন্ত্রী এসব কথা বলেন। সভায় মন্ত্রী পার্বত্য চট্টগ্রামে নতুন স্কিম/প্রকল্প কম গ্রহণপূর্বক চলমান প্রকল্পসমূহের কাজ নিষ্ঠার সঙ্গে শেষ করার ওপর গুরুত্বারোপ করে বলেন, আধুনিক প্রযুক্তিতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ধান চাষের প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা হবে। আবাসিক বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা ও পুরাতন রাস্তা সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের অভিভাবকের দায়িত্ব পালনে অধিকতর যতœবান হতে হবে। -বিজ্ঞপ্তি
×