ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চিরুনি অভিযান থেকে কোন বাড়ি যেন বাদ না পড়ে

প্রকাশিত: ১২:৪৭, ২৯ আগস্ট ২০১৯

চিরুনি অভিযান থেকে কোন বাড়ি যেন বাদ না পড়ে

স্টাফ রিপোর্টার ॥ কোন বাড়ি, স্থাপনা, খোলা জায়গা যাতে চলমান চিরুনি অভিযান থেকে বাদ না পড়ে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য পরিচ্ছন্নতাকর্মী ও মশককর্মীদের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম। বুধবার দুপুরে মেয়র মিরপুর ও গাবতলীতে চলমান ওয়ার্ড ভিত্তিক এডিস মশার প্রজননস্থল ধ্বংসকরণ ও বিশেষ পরিচ্ছন্নতা বা চিরুনি অভিযানের কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন। পরিদর্শনকালে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ অপরিচ্ছন্ন দেখে ক্ষোভ প্রকাশ করেন মেয়র। এ সময় স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক, ওয়ার্ড কমিশনার ইকবাল হোসেন টিটু ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মঞ্জুর হোসেন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালেহা বিনতে সিরাজ, উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মেয়র বলেন, নগরবাসী ডিএনসিসির এ চিরুনি অভিযানকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানিয়েছে। তারা আগের চেয়ে অনেক সচেতন হয়েছে। গাবতলী বাসস্ট্যান্ডে গিয়ে মেয়র বলেন, এখানকার সামনের অংশ যেমন পরিষ্কার, পেছনের অংশ তেমনি অপরিষ্কার। আমরা জানতে পারলাম এখানে অনেক অবৈধ দোকান রয়েছে, খাবারের দোকান রয়েছে। এসব দোকানের ময়লা-আবর্জনাই এখানে ফেলা হয়। আমরা উচ্ছেদ করে দিচ্ছি। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি। স্থানীয় সংসদ সদস্য দায়িত্ব নিয়েছেন। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন যে তারা এ জায়গাটা পরিষ্কার রাখবেন। মেয়র গাবতলী বাসস্ট্যান্ডের পাশে তুরাগ নদ সংলগ্ন এলাকায় আবর্জনার স্তূপ দেখে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এসব আবর্জনা দ্রুত পরিষ্কার করার জন্য তিনি নির্দেশ দেন। গাবতলী বাসস্ট্যান্ডের ভেতরে অননুমোদিত দোকান এবং অবৈধ স্থাপনা আগামী তিন কার্যদিবসের মধ্যে উচ্ছেদ করার নির্দেশ দেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে চিরুনি অভিযান চালানো হচ্ছে কিনা তা দেখতে দুপুর ২টায় মেয়র মিরপুর মডেল থানা পরিদর্শন করেন। থানার ভেতরে জব্দ করা গাড়িগুলো তিনি ঘুরে ঘুরে দেখেন। সেখানকার পরিবেশে সন্তোষ প্রকাশ করেন তিনি। এর জন্য থানা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। উপস্থিত মিরপুর জোনের উপকমিশনার জানান, আইনী পদক্ষেপ গ্রহণ করার স্বার্থে জব্দ করা গাড়িগুলো থানার অভ্যন্তরে রাখতে হয়। তবে, এসব গাড়িতে যাতে এডিস মশা বংশবিস্তার করতে না পারে সে জন্য বিশেষভাবে লক্ষ্য রাখা হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, মশক নিধনে সহায়তার জন্য দু’দিন চেষ্টা করেও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের সঙ্গে কোন ধরনের যোগাযোগ করতে পারেননি তিনি। তাই বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক বলেছেন। মেয়র বলেন, মূলত আমরা তো আবাসিক বাড়িগুলোতে প্রথমবার গিয়েই ফাইন করছি না।
×