ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সমস্যা সমাধানে বিএনপির ১০ সুপারিশ

প্রকাশিত: ১২:৪১, ২৯ আগস্ট ২০১৯

রোহিঙ্গা সমস্যা  সমাধানে  বিএনপির ১০ সুপারিশ

স্টাফ রিপোর্টার ॥ রোহিঙ্গা সমস্যা সমাধানে সব রাজনৈতিক দলের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জরুরী বলে অভিমত ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বিএনপি আয়োজিত ‘রোহিঙ্গা সঙ্কট ও বাংলাদেশের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ অভিমত ব্যক্ত করেন। রোহিঙ্গা সঙ্কট সমাধানে ১০ দফা সুপারিশ করেছে বিএনপি। এর মধ্যে রয়েছে জাতীয় ঐক্য গড়ে তোলা, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে তাদের নাগরিকত্ব, নিরাপত্তা, নিজের মাতৃভূমিতে অবাধ চলাচল নিশ্চিতকরণ, বাসস্থান ও ভূমির মালিকানা ফিরিয়ে দেয়া, বন্ধুপ্রতীম রাষ্ট্রগুলোকে নিয়ে এ সমস্যার সমাধানে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করা, প্রত্যাবাসনের আগে ও পরে জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণ সুযোগ রাখা, রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে যাতে জঙ্গী ও সন্ত্রাসবাদ সৃষ্টি না হতে পারে সে ব্যাপারে সরকারের যথাযথ ব্যবস্থা নেয়া। ফখরুল বলেন, কূটনৈতিক সম্পর্ক জোরদার ছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না। রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশের কৌশলগত সমস্যার পাশাপাশি আন্তর্জাতিক সমস্যাও আছে। দেশের স্বার্থে এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না। মিয়ানমারের ফাঁদে পা দিয়েছে সরকার। মিয়ানমার সরকার তাদের পররাষ্ট্রনীতিতে সবসময় অটল থেকেছে, কিন্তু বাংলাদেশ অটল থাকতে ব্যর্থ হয়েছে। রোহিঙ্গাদের কারণে আমাদের সামাজিক ও অর্থনৈতিকসহ নানা ধরনের সমস্যা হচ্ছে। তাদের ফিরিয়ে নেয়ার জন্য পার্শ্ববর্তী দেশগুলোসহ আন্তর্জাতিক সংস্থলোর সহযোগিতার আহ্বান জানান তিনি।
×