ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের সিএ্যান্ডএফ এজেন্ট মিজানুরের জামিন স্থগিত ॥ আত্মসমর্পণের নির্দেশ

প্রকাশিত: ১২:৪০, ২৯ আগস্ট ২০১৯

 চট্টগ্রামের সিএ্যান্ডএফ  এজেন্ট মিজানুরের   জামিন স্থগিত ॥ আত্মসমর্পণের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ শুল্ক ফাঁকি ও চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের সিএ্যান্ডএফ এজেন্ট মিজানুর রহমান চাকলাদারকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন আপীল বিভাগের চেম্বার বিচারপতির আদালত। আগামী দুই সপ্তাহের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। বুধবার এ আদেশ দেয় আদালত। শুল্ক ফাঁকি ও চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে তাকে আসামি করে ১৬ জানুয়ারি ঢাকার রমনা থানায় মামলা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এই মামলায় সেদিনই মিজানুর রহমান চাকলাদারকে গ্রেফতার করে শুল্ক গোয়েন্দারা। ২৩ জানুয়ারি মামলাটি সিআইডির কাছে তাকে হস্তান্তর করা হয়। ১৪ ফেব্রুয়ারি তাকে জামিন দেয় ঢাকা মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভুইয়া। এই জামিন বাতিল চেয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করে বাদীপক্ষ। আদালত ২৫ জুন তার জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু মিজানুর রহমান ঢাকা মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ না করে দায়রা জজ আদালতের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্টে এই আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ হবার পর তিনি ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন ১০ জুলাই। এরপর তিনি হাইকোর্ট থেকে ১৪ জুলাই জামিন নেন। এই জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষে আপীল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। এই আবেদনের ওপর বুধবার শুনানি শেষে চেম্বার জজ আদালত জামিন বাতিল করে তাকে আত্মসমর্র্পণের নির্দেশ দেয়।
×