ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আগামী মাসে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে মোস্তাফা জব্বারের বৈঠক

প্রকাশিত: ১২:৩৯, ২৯ আগস্ট ২০১৯

 আগামী মাসে  ফেসবুক  কর্তৃপক্ষের  সঙ্গে মোস্তাফা জব্বারের বৈঠক

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিশাল জনগোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করেন। ফেসবুক ব্যবহারের যেমন সুফল রয়েছে তেমনি রয়েছে নানা রকমের ঝক্কি-ঝামেলা। রয়েছে ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত বিষয়ও। ইন্টারনেট তথা ফেসবুকের এসব নিরাপত্তা ও কনটেন্ট নিয়ে আপত্তি-অনাপত্তির মধ্যে এবার আশার সঞ্চার হয়েছে। কারণ, ফেসবুক প্রধান কার্যালয়ের প্রতিনিধির সঙ্গে ঢাকায় বৈঠক করতে যাচ্ছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে এ বৈঠক করবে ফেসবুক কর্তৃপক্ষ। খবর বাংলা নিউজের। এ বিষয়ে মোস্তাফা জব্বার বুধবার বলেন, আগামী মাসের শেষ দিকে বৈঠক হবে। আমরা আলোচনায় যাচ্ছি, তারা আসবে এটা নিশ্চিত। কারা কারা আসবে- জানতে চাইলে মন্ত্রী বলেন, সিদ্ধান্ত গ্রহণকারী প্রধান কার্যালয়ের লোকজন আসবে। ভাষা সংক্রান্ত যারা কাজ করে তারা এবং এ অঞ্চলের যারা প্রতিনিধিত্ব করে তারা। ফেসবুকের সঙ্গে আলোচনা আমাদের জন্য গুরুত্বপূর্ণ জানিয়ে মন্ত্রী বলেন, তাদের সঙ্গে বসতে পারি কিনা তা নিয়ে অনিশ্চয়তা ছিল। সামাজিক যোগাযোগ সহজতর ও ডিজিটাল মার্কেটিংসহ নানাবিধ সুবিধা পাওয়া গেলেও ফেসবুকে নারীর প্রতি অবমাননাকর বা সামাজিক ও রাজনৈতিক এবং রাষ্ট্রীয় নিরাপত্তার বিভিন্ন কনটেন্ট অনেক সময় ভাবিয়ে তুলেছে। বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন থেকে মেইল-আদান প্রদানে যোগাযোগ হলেও কোন কোন ক্ষেত্রে ইতিবাচক সাড়া মেলেনি ফেসবুকের কাছে।
×