ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রংপুরে কৃষক হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ১১:৩০, ২৯ আগস্ট ২০১৯

রংপুরে কৃষক হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৮ আগস্ট ॥ কৃষক আব্দুস সাত্তার হত্যা মামলায় দশ আসামিকে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। বুধবার বিকেলে রংপুরের বিশেষ জজ আহসান তারেক এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি ছয় আসামি পলাতক রয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালের ১৪ জানুয়ারি পীরগঞ্জ উপজেলার খালাসপীর গ্রামের মদনখালি গ্রামের কৃষক আব্দুস সাত্তারকে কুপিয়ে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে পীরগঞ্জ থানায় ফুলু মিয়া, ছকমল হোসেন, এনসান আলী, মন্টু মিয়া, আকমল হোসেন, মনোহর বর্ম্মন, সাইফুল ইসলাম, শাহাজাহান মিয়া, আবেদ আলী ও দুলা মিয়াকে আসামি করে মামলা দায়ের করেন।
×