ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইস্যুটি বিএনপির সর্বশেষ রাজনৈতিক হাতিয়ার

রোহিঙ্গা নিয়ে ষড়যন্ত্র করছে বিদেশী কিছু এনজিও ॥ কাদের

প্রকাশিত: ১১:২৫, ২৯ আগস্ট ২০১৯

রোহিঙ্গা নিয়ে ষড়যন্ত্র করছে বিদেশী কিছু এনজিও ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ বিদেশী কিছু এনজিও মিয়ানমারের পক্ষ হয়ে রোহিঙ্গাদের নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিদেশী এনজিওর মধ্যে পাকিস্তানপন্থীও আছে উল্লেখ করে তিনি বলেন, এখন রোহিঙ্গাদের নিয়ে নানা খেলা খেলছে। পরোক্ষভাবে বিদেশী কিছু এনজিও ষড়যন্ত্র করছে। মিয়ানমারকে সহযোগিতা করছে। আর রোহিঙ্গাদের নিয়ে দেশের অভ্যন্তরে সরকারকে বেকায়দায় ফেলতে রোহিঙ্গা ইস্যুকে বিএনপি সর্বশেষ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বুধবার রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব অভিযোগ করে ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ করে বলেন, রাজনীতিতে আপনারা বেপরোয়া হয়ে যান, পথহারা পথিকের মতো দিশেহারা হয়ে যান, আপন বিশ্বাসঘাতকতায় আপন বলির শৃঙ্খলের কাছে বাধা পেয়ে যান। সেজন্য আপনাদের মুখ দিয়ে দায় এড়ানোর যেসব বক্তব্য আসে ইতিহাসের আদালতে প্রমাণ হয়ে গেছে। প্রচলিত আদালতে প্রমাণ হয়ে গেছে, জনতার আদালতে প্রমাণ হয়ে গেছে, একুশে আগস্ট ও পনেরই আগস্টের হত্যাকা-ের মাস্টারমাইন্ড আপনারা (বিএনপি) এবং আপনাদের দলের প্রতিষ্ঠাতা (জিয়াউর রহমান)। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্রমেই বিএনপি আপন অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, ক্রমেই তাদের জনবিচ্ছিন্ন করছে। সে কারণে রাজনৈতিক ষড়যন্ত্রের পথ বেছে নেয়া ছাড়া আর অন্য কোন পথ এখন আর খোলা নেই। নির্বাচনে ব্যর্থ, আন্দোলনে ব্যর্থ, কোটা আন্দোলনের ওপর ভর করেও ব্যর্থ হয়েছে। একেকটা ইস্যু খুঁজে বেড়াচ্ছে বিএনপি। সর্বশেষ রোহিঙ্গা ইস্যুর ওপর তারা ভর করেছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন এই রোহিঙ্গাদের নিয়ে ইস্যু খুঁজে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। স্বাভাবিক রাজনীতি করতে যারা ব্যর্থ, নেতিবাচক রাজনীতি করতে করতে যারা বারে বারে ব্যর্থ হয়েছে জনসমর্থন আদায়ে। এখন তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। সর্বশেষ আমরা দেখছি সরকারকে বেকায়দায় ফেলার জন্য রোহিঙ্গা ইস্যুকে তারা সর্বশেষ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এ প্রসঙ্গে সেতুমন্ত্রী আরও বলেন, কোন কোন বিদেশী এনজিও পাকিস্তানপন্থী, এরা একদিকে বঙ্গবন্ধুর দুই খুনীকে পাকিস্তানে রেখেছে। ডেঙ্গু পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেই ॥ শুধু মৌসুমি আয়োজন করে ডেঙ্গুর বিস্তার রোধ করা যাবে না উল্লেখ করে মঞ্চে উপস্থিত স্বাস্থ্যমন্ত্রীকে সামনে রেখে ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গু পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এটা মনে করার কোন কারণ নেই। স্বাস্থ্যমন্ত্রীকে বলব, সারাবছরের প্রস্তুতি রাখতে হবে। মৌসুমি আয়োজন দিয়ে ডেঙ্গুর বিস্তার রোধ করা যাবে না। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এইসব রোগ বাংলাদেশে শুরু হয়েছে, চলবে। দিনক্ষণ দেয়ার কোন প্রয়োজন নেই। আগস্টে পরিস্থিতি ভাল হয়েছে, সেপ্টেম্বরে শেষ হয়ে যাবে, আবার কোথাও কোথাও দেখছি সেপ্টেম্বরে আরও ভয়াবহ হবে। কাজেই দিনক্ষণ না দিয়ে, সারাবছরটাই দিনক্ষণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডাঃ ইকবাল আর্সলান, বিএমএর মহাসচিব ডাঃ ইহতেশামুল হক চৌধুরী, স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ, বিএসএমএমইউ এর উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ শহীদুল্লাহ সিকদার, অধ্যাপক ডাঃ সাহানা আখতার রহমান, অধ্যাপক মুহাম্মদ রফিকুল আলম, ডাঃ মোঃ আতিকুর রহমান প্রমুখ।
×