ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বেপরোয়া চালকের অভিনব শাস্তি!

প্রকাশিত: ১১:১৭, ২৯ আগস্ট ২০১৯

বেপরোয়া চালকের অভিনব শাস্তি!

সংযুক্ত আরব আমিরাতে সড়কের নিয়ম ভেঙে গাড়ি চালানোর কারণে অবিশ্বাস্য শাস্তি পেয়েছেন তিন যুবক। সাধারণত মদ্যপ অবস্থায় সড়কের নিয়ম না মেনে গাড়ি চালালে শাস্তি হিসেবে বড় অঙ্কের আর্থিক জরিমানা বা সর্বোচ্চ কয়েক দিনের কারাদ- হতে পারে। অবশ্য দেশে দেশে শাস্তির নিয়মে রয়েছে ভিন্নতা। তাই বলে রাস্তা বা পার্ক পরিষ্কারের মতো শাস্তি। এটা একেবারে অভিনব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, তিনজন যুবক রাস্তা পরিষ্কার করছেন। প্রত্যেকের হাতে রয়েছে ঝাড়ু। এটাই ছিল তাদের শাস্তি! আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে এ তিন যুবককে গ্রেফতার করা হয়। রাস্তায় প্রাইভেট কার নিয়ে কসরৎ করছিল এমন একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাদের ফেডারেল ইনভেস্টিগেশন ব্যুরো চিহ্নিত করে। পরে তদন্ত শেষে ওই তিন যুবকের দোষ খুঁজে পেলে তাদের গ্রেফতার করা হয়। এদের বয়স ২৩ থেকে ২৫ এর মধ্যে। তাদের কমিউনিটি পুলিশের অধীনে খোর ফক্কানের পার্ক ও সড়ক পরিষ্কারের শাস্তি দেয়া হয়। পাবলিক প্রসিকিউশন সার্ভিস থেকে জানানো হয়, এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড কোনভাবেই গ্রহণযোগ্য নয়। একইসঙ্গে তা সহ্য করা হবে না। যা চালক তো বটেই সড়ক ব্যবহারকারীদেরও হুমকির মধ্যে ফেলে দেয়। এটা অবশ্যই বন্ধ করা হবে। -খালিজ টাইমস
×