ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাসচাপায় পা হারানো কৃষ্ণাকে ক্ষতিপূরণ প্রস্তাব ॥ বিআইডব্লিউটিসির প্রত্যাখ্যান

প্রকাশিত: ১১:১৬, ২৯ আগস্ট ২০১৯

বাসচাপায় পা হারানো কৃষ্ণাকে ক্ষতিপূরণ প্রস্তাব ॥ বিআইডব্লিউটিসির প্রত্যাখ্যান

স্টাফ রিপোর্টার ॥ বাংলামোটরে মঙ্গলবার বাসচাপায় পা হারানো কৃষ্ণাকে ট্রাস্ট ট্রান্সপোর্ট কর্তৃপক্ষের দেয়া ক্ষতিপূরণের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। মঙ্গলবার ট্রাস্ট পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে গেলে চাপা পড়েন অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) অর্থ বিভাগের সহকারী ব্যবস্থাপক কৃষ্ণা রায় চৌধুরী (৫২)। ওই নারী বর্তমানে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন। তার বাম পা হাঁটুর নিচ থেকে কেঁটে ফেলতে হয়েছে। বিআইডব্লিউটিসি-এর চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস কৃষ্ণা রায় চৌধুরীকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। ঘটনার পর পরই বাসটি জব্দ করে হাতিরঝিল থানা পুলিশ। বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বুধবার দুপুরে ট্রাস্ট পরিবহনের মালিক সমিতির প্রতিনিধিদের একটি দল বাংলামোটরে বিআইডব্লিউটিসি কার্যালয়ে চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাসের সঙ্গে কথা বলেন। সেখানে কৃষ্ণার স্বামী রাধে দেবও ছিলেন। বাস মালিক সমিতির প্রতিনিধিরা ক্ষতিপূরণ বাবদ দুই লাখ টাকা দিতে চেয়েছিলেন। এমন প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। দুর্ঘটনায় মামলা করার জন্য বিআইডব্লিউটিসির তরফ থেকে প্রস্তুতি চলছে।
×