ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গুরুতর আহত ১৩ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে

মেক্সিকোতে নাইট ক্লাবে হামলায় আগুন ॥ নিহত ২৩

প্রকাশিত: ১১:১১, ২৯ আগস্ট ২০১৯

মেক্সিকোতে নাইট ক্লাবে হামলায় আগুন ॥ নিহত ২৩

জনকণ্ঠ ডেস্ক ॥ মেক্সিকোয় একটি নাইট ক্লাবে হামলায় সৃষ্ট আগুনে অন্তত ২৩ জনের প্রাণহানি ঘটেছে। গুরুতর আহত হয়েছে আরও ১৩। নিহতদের মধ্যে ৮ নারী ও ১৫ পুরুষ রয়েছে। দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর কোয়াৎসাকোয়াকোসের ক্যাবালো ব্লানকো নাইট ক্লাবে এ ঘটনা ঘটে। বুধবার সকালে দেশটির ভেরাক্রুজ রাজ্যের এ্যাটর্নি জেনারেলের বিবৃতির বরাত দিয়ে এনবিসি এ খবর জানায়। গালফ টাইমসের খবরে বলা হয় আহত ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং অগ্নিকা-ের ঘটনাটি নাশকতামূলক ছিল কিনা তা নিশ্চিত করা হবে বলে রাজ্যটির এ্যাটর্নি জেনারেলের দফতর জানিয়েছে। এদিকে ভেরাক্রুজ রাজ্যের গবর্নর এক টুইটে জানিয়েছেন, ‘অপরাধী চক্রকে কোন ছাড় দেয়া হবে না’ এবং এ ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত রয়েছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। ভেরাক্রুজের জননিরাপত্তা বিষয়ক সেক্রেটারি টুইটে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ক্যাবালো ব্লানকো বারে যে ঘটনা ঘটেছে তার কারণ অনুসন্ধানে তদন্ত চালানো হচ্ছে। অন্যদিকে এ্যাটর্নি জেনারেলের অফিসের বরাত দিয়ে বলা হয়েছে, এ ঘটনার কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।
×