ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কলকাতার গায়িকা সুস্মিতা ভট্টাচার্য্য ঢাকায়!

প্রকাশিত: ০৯:৪১, ২৯ আগস্ট ২০১৯

কলকাতার গায়িকা সুস্মিতা ভট্টাচার্য্য ঢাকায়!

সংস্কৃতি ডেস্ক ॥ কলকাতার জনপ্রিয় গায়িকা সুস্মিতা ভট্টাচার্য্য সম্প্রতি ঢাকায় এসেছেন। ছোটবেলা থেকে গান শুনতে পছন্দ করতেন সুস্মিতা। গান চর্চা করার পাশাপাশি উচ্চাঙ্গ সঙ্গীতের নামকরা শিল্পী দীপালী নাগের কাছে তিনি তালিম নেন। ভারতের জনপ্রিয় শিল্পী জগজিৎ সিংয়ের কাছেও তিনি তালিম নেয়ার সৌভাগ্য হয় তার। কিশোর কুমার, লতা মঙ্গেশকর, হেমন্ত মুখোপাধ্যায়, শান, সনু নিগম এবং বাংলাদেশের রুনা লায়লার গান তার দারুণ পছন্দের। ভারতের জনপ্রিয় শিল্পীদের মধ্যে লতা, শান, সনু নিগমের সঙ্গে কাজের সুযোগ হয়েছিল তার। ২০০০ সালে সুস্মিতার প্রথম এ্যালবাম প্রকাশ হয়। তার নাম ‘মন’। এরপর মিক্সড এ্যালবাম ‘প্রতিশ্রুতি’সহ বেশকিছু গান করা শুরু করেন তিনি। সুস্মিতা ঢাকায় আসার পর বলেন, ঢাকায় এসে আমার খুব ভাল লাগছে। গানের চর্চাটা ছোটবেলা থেকে। সাধারণত নিজের লেখা ও সুরে গান করা হয় আমার। আর আমি মূলত মিউজিক কম্পোজার। মিউজক কম্পোজ করতে ভালবাসি আমি। দুই বছর আগে আমার লেখা ও সুরে ‘বাঙালি খেয়ে কাঙালি’ গানটি ওপার বাংলায় প্রকাশের পর বেশ সাড়া পায় আমি। এ গানটি অল্প সময়ে ভাইরাল হয়ে যায়। সবশেষ আমার প্রোডাকশন হাউজ ও ইউটিউব চ্যানেল ইয়েলো ডোর থেকে ‘কোনাকুনি বাড়ি নীল ব্যালকনি, জানালার গ্রীলে মুখার্জি রানী’ এই শিরোনামের একটি গান প্রকাশ পায়। বাংলাদেশের শিল্পীদের গান আমার ভীষণ ভাল লাগে। তাদের সঙ্গে অডিও, মিউজিক ভিডিওতে এবং ফিল্মে প্লেব্যাক করার ইচ্ছা আছে আমার। আমি বাংলাদেশে বেশকিছু কাজ করতে চাই।
×