ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাছের সঙ্গে শক্রতা!

প্রকাশিত: ০৯:৩৮, ২৯ আগস্ট ২০১৯

গাছের সঙ্গে শক্রতা!

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ২৮ আগস্ট ॥ গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের নতুন চর গ্রামে মঙ্গলবার রাতে নিজাম উদ্দিন মেম্বারের বাগানের প্রায় তিন হাজার গাছ কেটে ফেলেছে দুবৃর্ত্তরা। পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষ এ কাজ করেছে বলে অভিযোগ করা হয়েছে। নিজাম উদ্দিন মেম্বার বলেন, মারামারি, হামলা ইত্যাদি নিয়ে একই গ্রামের ওমর ফারুক (৫০), মিনারুল (৩০), হোসেন (৬০), ছালাম (৬২) ও তাদের লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে শক্রতা চলছিল। তারা আমার ক্ষতি করার হুমকিও দিচ্ছিল কয়েকদিন যাবত। এর জের ধরে এদের নেতৃত্বে ৫০/৬০ দুর্বৃত্ত নতুন চর গ্রামে ব্রহ্মপুত্র নদের পাড়ে মঙ্গলবার রাতে আমার ৫ একর জমির বাগানের প্রায় আড়াই হাজার মেহগনি, একাশি, আকাশি, সেগুন, কাঁঠাল, আম গাছ কেটে ফেলে। মধুপল্লীতে ভারতীয় হাইকমিশনার নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২৮ আগস্ট ॥ বুধবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিতা গাঙ্গুলী দাস কেশবপুরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি পরিদর্শন করেছেন। তিনি মধুপল্লীতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত কাঠবাদাম গাছ, ব্যবহৃত জিনিসপত্র, জন্মস্থান ও জমিদার বাড়ি ঘুরে ঘুরে দেখেন। মধুসূদন মিউজিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিতা গাঙ্গুলী দাস বলেন, আগামী বছর ২৫ জানুয়ারি মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে কবির বংশধর যারা ভারতে রয়েছেন রাষ্ট্রীয় পর্যায়ে নিমন্ত্রণ পেলে তাদের নিয়ে আসার চেষ্টা করবেন। হাই কমিশনারকে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হয়।
×