ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিলেটে দুই দালালসহ ১৬ রোহিঙ্গা আটক

প্রকাশিত: ০৯:৩৮, ২৯ আগস্ট ২০১৯

সিলেটে দুই দালালসহ ১৬ রোহিঙ্গা আটক

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ সিলেটের কানাইঘাটে ১৪ রোহিঙ্গা ও দুই দালালকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে ৪টার দিকে উপজেলার দর্পনগর মমতাজগঞ্জ খেয়াঘাট থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে কয়েকজন নারী ও শিশু রয়েছে। জানা যায়, সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশে কক্সবাজার ক্যাম্প থেকে ১৪ রোহিঙ্গা মঙ্গলবার রাতে আসে কানাইঘাটে। বুধবার ভোরে তারা দর্পনগর মমতাজগঞ্জ খেয়াঘাট এলাকায় সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করার সময় টহল পুলিশ তাদের আটক করে। পরে তাদের রোহিঙ্গা বলে শনাক্ত করা হয়। এ সময় রোহিঙ্গাদের বহনকারী গাড়িরচালক ও সঙ্গে থাকা এক দালালকেও আটক করা হয়। স্টুডেন্ট লিডারশিপ ডেভেলপমেন্ট ওয়ার্কশপের ওপর সেমিনার এক্সপ্রেশানস্ লিমিটেডের আয়োজনে রবিবার রাজধানীর সিরডাপ মিলানায়তনে ‘স্টুডেন্ট লিডারশিপ ডেভেলপমেন্ট ওয়ার্কশপ’-এর অধীনে ‘ঢাকা স্টুডেন্ট ও পুলিশ এনগেজমেন্ট’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের সহায়তায় এক্সপ্রেশানস্ লিমিটেড এই সেমিনারটি আয়োজন করে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন যেভিড ব্যালার্ড, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোক্সানা মালেক, এনডিসি, এক্সপ্রেশানস্ লিমিটেডের পরিচালক ও হেড অব এক্সপ্রেশানস্ সোশ্যাল, ত্রপা মজুমদার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রকল্প পরিচালক এবং কমিউনিকেশন স্পেশালিস্ট টোনি মাইকেল গোমেজ, ধর্মীয় নেতা সুনন্দাপ্রিয় ভিক্ষু এবং নারী নেত্রী ও বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা খানম সেমিনারে অতিথি এবং বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×