ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গার জন্মসনদ বাতিল করতে ইউএনওর নির্দেশ

প্রকাশিত: ০৯:৩৭, ২৯ আগস্ট ২০১৯

রোহিঙ্গার জন্মসনদ বাতিল করতে ইউএনওর নির্দেশ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২৮ আগস্ট ॥ রোহিঙ্গার জন্ম সনদ ও জাতীয়তা সনদ বাতিল করতে চট্টগ্রামের পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান নির্দেশ দিয়েছেন। দৈনিক জনকণ্ঠে বুধবার ‘অঘোষিত রোহিঙ্গা ঘাঁটি পটিয়া’ শীর্ষক একটি তথ্যভিত্তিক ও সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। রোহিঙ্গা নাগরিক আকলিমা মৃধা নামের এক মহিলা উপজেলার বড়লিয়া ইউনিয়নে ভোটার হতে গিয়ে ধরা পড়লেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। পরিষদের মহিলা সদস্য ফেরদৌস বেগম ও কম্পিউটার অপারেটর মোঃ ফয়সালের যোগসাজশে রোহিঙ্গা মহিলা মৃধাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে চেয়েছিল। তবে ইউপি চেয়ারম্যান শাহীনুল ইসলাম শানু রোহিঙ্গা ওই মহিলাকে ভোটার তালিকার ছবি তুলতে দেননি। বড়লিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা দেখিয়ে ভোটার হওয়ার চেষ্টা করেছিল। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান জানিয়েছেন, রোহিঙ্গা নাগরিক আকলিমা মৃধা নাম পরিবর্তন করে কৌশলে বড়লিয়া ইউনিয়ন পরিষদ থেকে জন্ম সনদ ও জাতীয়তা সনদপত্র গ্রহণ করেছে। দ্রুত তা বাতিল করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুল ইসলাম শানুকে নির্দেশ দিয়েছেন। পরিষদের মাসিক মিটিং ডেকে দ্রুত রোহিঙ্গার জন্ম সনদ ও জাতীয়তা সনদ বাতিল করতে বলা হয়েছে। উল্লেখ্য, উপজেলার কেলিশহর, হাইদগাঁও, কচুয়াই, খরনা পাহাড়ি এলাকা ছাড়াও পৌর সদরের বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লক্ষাধিক নারী ও পুরুষ রোহিঙ্গা। সম্প্রতি পটিয়া থানা পুলিশ উপজেলার হাইদগাঁও গ্রাম থেকে এক সঙ্গে ৪২ নারী-পুরুষ রোহিঙ্গাকে আটক করে।
×