ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৯:৩৬, ২৯ আগস্ট ২০১৯

খুলনায় হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বটিয়াঘাটার আনন্দ মণ্ডল হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন কারাদ- ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত। বুধবার বিকেলে খুলনার জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ আদেশ দেন। রায়ে অপর পাঁচ আসামিকে খালাস দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- প্রমথ মণ্ডল, অশোক মণ্ডল, অমর মণ্ডল, নির্মল ওরফে নিমাই মণ্ডল, গোলক মণ্ডল, রমেশ মণ্ডল, নিশাকর মণ্ডল ও বিকাশ বালা। মামলার বিবরণে জানা গেছে, ১৯৯৯ সালের ৩০ মে রাতে পূর্ব শত্রুতার জের ধরে বটিয়াঘাটা উপজেলার হোগলাবুনিয়া স্লুুইস গেটের কাছে আনন্দ মণ্ডলকে কুপিয়ে ফেলে রেখে যায় আসামিরা। পরে চিকিৎসাধীন অবস্থায় ২ জুন তিনি মারা যান। পরদিন আনন্দ মণ্ডলের স্ত্রী বাদী হয়ে বটিয়াঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। না’গঞ্জে ৭ জনের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্র আরাফাত হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে দ-প্রাপ্ত প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা করে অর্থদ- প্রদান করা হয়। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দ-প্রাপ্ত আসামিরা হলেন- সজীব, দেলোয়ার, রুবেল, ইউসুফ, রফিক, জয় ও শামীম। এই মামলায় রাজু ও শফিক নামে দুই আসামিকে আদালত খালাস দিয়েছে। আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটায় সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার আটি এলাকার আনোয়ার হোসেনের ছেলে দশম শ্রেণীর ছাত্র আরাফাতকে ক্রিকেট খেলার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে আরাফাত নিখোঁজ থাকে। ঘটনার পরদিন দুপুরে ওই এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে পুলিশ আরাফাতের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। ফরিদপুরে যুবকের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, এক তরুণীকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বুধবার দুপুরে জেলার নারীও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের হাকিম আলমগীর কবির এ রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম খালেক মিয়া (২৯)। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার জামারিতলা গ্রামের বাসিন্দা।
×