ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহ এলজিইডির গাড়ি চালক যশোরে খুন

প্রকাশিত: ০৯:৩৫, ২৯ আগস্ট ২০১৯

ঝিনাইদহ এলজিইডির গাড়ি চালক যশোরে খুন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ঝিনাইদহ এলজিইডির নির্বাহী প্রকৌশলীর গাড়ির চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাসানুজ্জামান জগলু কুষ্টিয়ার সদর উপজৈলার জুগিয়া গ্রামের বাসিন্দা। যশোর কোতোয়ালি মডেল থানার এসআই মনিরুল ইসলাম যশোর সদর উপজেলার চুড়ামনকাঠির কাজী নজরুল কলেজের নিকটে বালির গর্ত থেকে বুধবার সকাল ৬টার দিকে তার লাশ উদ্ধার করেন। পারিবারিক কারণে তাকে খুন করা হতে পারে বলে তার সহকর্মীরা ধারণা করেছেন। ঘটনার পর যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইফতেখার আলম ও ঝিনাইদহ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ সামসুজ্জামান হাসপাতালের মর্গে আসেন। এসআই মনিরুল ইসলাম জানান স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সকালে ঘটনাস্থল থেকে গলাকাটা অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়। এ সময় তাঁর মুখে এবং গলায় কস্টেপ লাগানে ছিল। পরবর্তীতে তার সহকর্মীরা এসে লাশ শনাক্ত করেন। এলজিইডি যশোরের সহকর্মীরা জানান, জগলু ঝিনাইদহ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ সামসুজ্জামান এর গাড়ি চালক ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া হলেও তিনি ঝিনাইদহ ডাকবাংলোয় একাকী বসবাস করতেন। তার একমাত্র ছেলে ঢাকায় পড়াশোনা করেন এবং তার স্ত্রী ওই ছেলের সঙ্গে থাকেন। তার স্ত্রী হালিমা বেগম জগলুকে তালাক দিয়েছেন। এরপর অন্য আরেকজনকে বিয়ে করে সংসার করার একপর্যায়ে তাকে তালাক দিয়ে ফের জগলুকে বিয়ে করেন। এ সময় জগলু তার সকল সম্পত্তি স্ত্রী হালিমা বেগম নিজের নামে লিখে দেন। পারিবারিক কারণে জগলু খুন হতে পারেন বলে ঝিনাইদহ সহকর্মীরা দাবি করেন। সহকর্মীরা জানান, মঙ্গলবার এশার নামাজ পড়ার জন্য তিনি ডকবাংলো হতে বের হয়ে আসেন। এরপর আর ওই বাংলাতে ফিরে যাননি। নড়াইলে কলেজছাত্র নিজস্ব সংবাদদাতা নড়াইল থেকে জানান, কলেজছাত্র সাগর দাসকে (১৮) কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে নড়াইল-গোবরা সড়কের ধোপাখোলা মোড় এলাকায় রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সাগর নড়াইল সদরের উজিরপুর কলাইতলার গোদাই দাসের ছেলে এবং গোবরা মিত্র কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্র ছিলেন। তার মাথায় কোপের চিহ্নসহ শরীরে আঘাত রয়েছে। এদিকে সাগরের মরদেহের পাশে তার ব্যবহৃত মোবাইল ফোন ও বাইসাইকেল ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাত অবধি ফিরে না আসায় সাগরকে অনেক খোঁজাখুঁজি করা হয়। এছাড়া তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও পরিবারের সদস্যরা কোন সাড়া পাননি। পরে বুধবার সকালে ওইস্থানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। গাজীপুরে বাবা-ছেলেসহ ৩ লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, পৃথক ঘটনায় বুধবার বাবা ছেলেসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো মহানগরের টঙ্গী বস্তাপট্টি এলাকার আব্দুল হালিম (৪০) ও তার ছেলে নোমান হোসেন (৮)। অপর ঘটনায় জেলার কালিয়াকৈর বাজার এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, আব্দুল হালিম টঙ্গীর বস্তিপট্টি এলাকার শাহাজাদার বাড়ির ৫ম তলার বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। অভাব অনটনে পারিবারিক কলহের জের ধরে আব্দুল হালিম মঙ্গলবার রাতে তার ছেলেকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বুধবার ঘড়ের মেঝে থেকে ছেলের লাশ এবং বারান্দার গ্রিলের সঙ্গে ঝুলন্ত পিতার লাশ উদ্ধার করেছে। পরে লাশ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বুধবার সকালে কালিয়াকৈর বাজারের নিকু মিয়ার পুকুরে বিবস্ত্র একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় সংবাদ দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের বয়স আনুমানিক ৫০ বছর। পুকুরের পাশে সার্ট ও লুঙ্গি পাওয়া গেছে। নিহতের ঘাড় ভাঙ্গা ছিল। ধারণা করা হচ্ছে দুর্র্বৃত্তরা ওই ব্যক্তিকে শ^াসরোধ করে হত্যা করার পর রাতের আঁধারে লাশ ওই পুকুরে ফেলে পালিয়ে গেছে। শেরপুরে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা শেরপুর থেকে জানান, কনিকা আক্তার (২৪) নামে এক সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ভাটপাড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। গৃহবধূ কনিকা স্থানীয় আব্দুর রশিদের ছেলে সুমন মিয়ার স্ত্রী এবং পার্শ্ববর্তী জামালপুরের বকশীগঞ্জ শহরের পশ্চিমপাড়া এলাকার দুদু মিয়ার মেয়ে। এদিকে ওই ঘটনার পর থেকে স্বামী সুমন মিয়া পলাতক রয়েছে। গৃহবধূর পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বুধবার বিকেলে জেলা সদর হাসপাতাল মর্গে গৃহবধূর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। কেরানীগঞ্জে যুবক নিজস্ব সংবাদদাতা কেরানীগঞ্জ থেকে জানান, দক্ষিণ কেরানীগঞ্জের আইন্তা সারিঘাট খাল থেকে ভাসমান অবস্থায় নয়ন (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল ৪টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের বাবার নাম হুমায়ুন কবির। বাড়ি নারায়ণগঞ্জের পাগলা এলাকায়। দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার একটি স্টিলের আলমারী তৈরির দোকানে শ্রমিকের কাজ করত নয়ন।
×