ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে ট্রেন লাইনচ্যুত ॥ সাত ঘণ্টা পর চলাচল শুরু

প্রকাশিত: ০৯:৩৪, ২৯ আগস্ট ২০১৯

কিশোরগঞ্জে ট্রেন লাইনচ্যুত ॥ সাত ঘণ্টা পর চলাচল শুরু

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৮ আগস্ট ॥ কটিয়াদীতে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে আটকেপড়া ঢাকা থেকে আন্তঃনগর এগারোসিন্দুর, গোধূলি চলাচলের মাধ্যমে এ রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মানিকখালী গচিহাটা স্টেশনের মাঝামাঝি চান্দপুর-শিমুলকান্দি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন রাত ১০টার দিকে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। রেলওয়ে সূত্র জানায়, ২৫টি বগি নিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরের মেলান্দহগামী সারবোঝাই একটি মালবাহী ট্রেন কিশোরগঞ্জের গচিহাটা ও মানিকখালীর মধ্যবর্তী চান্দপুর শিমুলকান্দি পৌঁছলে ট্রেনের ১৮ নম্বর বগির চারটি চাকা লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে পেছনের দিকের সাতটি বগি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। খাগড়াছড়িতে ৫ঘর ভস্মীভূত পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ জেলা শহরের রুখই চৌধুরীপাড়া এলাকায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে ৫টি বসতঘর পুড়ে গেছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
×