ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঘাতকরা হত্যা করেও বঙ্গবন্ধুর আদর্শ মুছে ফেলতে পারেনি ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৯:৩৪, ২৯ আগস্ট ২০১৯

ঘাতকরা হত্যা করেও বঙ্গবন্ধুর আদর্শ মুছে ফেলতে পারেনি ॥ চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ঘাতকচক্র জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর নীতি ও আদর্শকে মুছে ফেলতে পারেনি। বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধুর নামও এদেশে কোটি কোটি বাঙালীর হৃদয়ে চির অম্লান ও অক্ষয় হয়ে থাকবে। বুধবার দুপুরে রেলওয়ে শ্রমিকলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন সত্তায় পরিণত হয়েছে। তিনি বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতবর্ষে স্বাধীনতার কথা উচ্চারিত হলেও বাঙালী জাতিসত্তাকে সামনে এনে বাঙালীর জাতীয় পরিচয়কে বহন করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন বড় কা-ারী। বিশ্বনেতাদের মধ্যে মহাত্মা গান্ধী, নেলসন মেন্ডেলা, ফিদেল ক্যাস্ট্রো, আনোয়ার সাদাত, মার্সাল টিটুসহ বরেণ্য নেতারা রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠা পেলেও আন্তর্জাতিক নেতার আসনে আসীন হতে পেরেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগের প্রধান উপদেষ্টা শ্রমিক নেতা মোঃ সিরাজুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সফর আলী, চসিক কাউন্সিলর মোঃ হোসেন হিরণ, মোঃ গিয়াস উদ্দিন, জহুরুল আলম জসিম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক শেখ জাফর আহমদ মুজাহিদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, রেলওয়ের শ্রমিক লীগের মোঃ হায়দার আলী, সামসুদ্দীন মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।
×